ফোর্বস প্রকাশিত সেরা স্বনির্ভর নারীদের তালিকায় উঠে এলো এই ৪ ভারতীয় নারীর নাম

জয়শ্রী উল্লাল, ইন্দিরা নুয়ী, নীরজা শেঠি এবং নেহা নারখাদে প্রমুখ এই চারজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা এই বছরের ফোর্বসের (Forbes) আমেরিকার ১০০ জন স্বনির্ভর মহিলার (Women) তালিকায় জায়গা করে নিয়েছেন। যাঁদের মোট সম্পত্তি ৪.০৬ বিলিয়ন মার্কিন ডলার। বিল্ডিং সাপ্লাই ডিস্ট্রিবিউটর ডায়ান হেন্ড্রিকস, ১৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি সহ ষষ্ঠ বছরের জন্য শীর্ষস্থান ধরে রেখেছেন। টেলিভিশন প্রযোজক শোন্ডা রাইমস এবং ইনসিট্রোর সিইও ড্যাফনে কোলার সহ আটজন এই বছরের তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছেন। আসুন জেনে নেওয়া যাক এইভারতীয় বংশদ্ভুত চার নারী (Women) এবং তাঁদের মোট সম্পত্তির সম্পর্কে বিস্তারিত।

আরো পড়ুন: অবিশ্বাস্য বললেও কম হবে, সকলকে চমকে দিয়ে বাংলাদেশের পদ্মা সেতু গড়ল নতুন রেকর্ড

জয়শ্রী উল্লাল (Jayshree Ullal) : জয়শ্রী উল্লাল হলেন কম্পিউটার নেটওয়ার্কিং ফার্ম অ্যারিস্তা নেটওয়ার্কের প্রেসিডেন্ট এবং সিইও, যিনি এই তালিকায় ১৫তম স্থানে রয়েছেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত স্বনির্ভর নারীদের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছেন। আরিস্টা নেটওয়ার্ক ২০২২ সালে প্রায় ৪.৪ বিলিয়ন মার্কিন ডোলার আয়ের রেকর্ড করেছে। ফোর্বস অনুসারে, ৬২ বছর বয়সী উল্লাল আরিস্টার স্টকের প্রায় ২.৪ শতাংশের মালিক এবং তাঁর এই সম্পত্তি তাঁর দুই সন্তান এবং তাঁর ভাইয়ের মেয়ে ও বোনের ছেলের নামে নির্ধারিত। তিনি স্নোফ্লেক নামক একটি ক্লাউড কম্পিউটিং কোম্পানীর পরিচালনা পর্ষদেও রয়েছেন, যেটি ২০২০ সালের সেপ্টেম্বরে জনসমক্ষে প্রকাশ্যে এসেছিল। জয়শ্রী সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এবং সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনার শেষ করে কর্মক্ষেত্রে যুক্ত হয়েছেন।

নীরজা শেঠি (Neerja Sethi) : নীরজা শেঠি ৯৯০ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি সহ এই তালিকায় ২৫তম স্থানে রয়েছেন৷ ৬৮ বছর বয়সী শেঠি, তাঁর স্বামী ভারত দেশাইয়ের সাথে ১৯৮০ সালে আইটি পরামর্শ এবং আউটসোর্সিং ফার্ম সিন্টেল প্রতিষ্ঠা করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক এবং ওকল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শীর্ষস্থানীয় আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেসে কাজ করার সময় শেঠি মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর স্বামী দেশাইয়ের সাথে দেখা করেছিলেন। এরপর তাঁরা মাত্র ২০০০ মার্কিন ডলারের প্রাথমিক বিনিয়োগে ব্যবসা শুরু করেছিলেন।

নেহা নারখেদে (Neha Narkhede) : নেহা নারখেদে ক্লাউড কোম্পানী কনফ্লুয়েন্টের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন চিফ টেকনোলজি অফিসার ছিলেন। ৫২০ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি সহ তিনি এই তালিকায় ৫০তম স্থানে রয়েছেন৷ ৩৮ বছর বয়সী নেহা একজন সফ্টওয়্যার প্রকৌশলী থেকে একজন উদ্যোক্তা হয়ে ওঠেন। ফোর্বস অনুসারে, নারখেদে, কনফ্লুয়েন্টের ৬ শতাংশ শেয়ারের মালিক। ২০২৩ সালের মার্চ মাসে, নারখেদে একটি জালিয়াতি সনাক্তকারী সংস্থা অসিলারের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও হিসাবে যুক্ত হয়েছেন।

আরো পড়ুন: Jio Bharat দাম মাত্র ৯৯৯ টাকা ! জলের দরে দুর্দান্ত ফোন বাজারে আনল Reliance Jio

ইন্দিরা নুয়ি (Indira Nooyi) : পেপসিকোর প্রাক্তন চেয়ারপারসন এবং সিইও ইন্দিরা নুয়ি চতুর্থ ভারতীয় বংশদ্ভুত নারী, যিনি ফোর্বসের তালিকায় ৭৭তম স্থানে রয়েছেন। তিনি পেপসিকো কোম্পানিতে ২৪ বছর কাজ করার পর ২০১৯ সালে অবসর নেন। ৬৭ বছর বয়সী এই মহিলার মোট সম্পত্তির পরিমাণ ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার। নুয়ি ভারতে বেড়ে উঠেছেন। এমবিএ পাশ করার পর ২০০৬ সালে তিনি আমেরিকায় গিয়ে পেপসিকো কোম্পানীতে যুক্ত হন।