সালমান থেকে শাহরুখ! বলিউডের এই ১০ তারকার মাসিক ইলেকট্রিক বিল শুনে কপালে উঠবে চোখ

যেকোনো বলিউড (Bollywood Celebrities) তারকার লাইফস্টাইল আমাদের থেকে অনেকটাই আলাদা হয়। পোশাক থেকে খাওয়া-দাওয়া সব কিছুতেই থাকে স্বাচ্ছন্দের ছোঁয়া। তবে আজ ফিল্ম ইন্ডাস্ট্রি তারকাদের লাইফ স্টাইল সম্পর্কে কোন কথা বলবো না আমরা বরং বলবো একটি একেবারে অন্য কথা। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাব আপনার প্রিয় তারকারা (Bollywood Celebrities) মাসিক কত টাকা ইলেকট্রিক বিল দেন। প্রিয় তারকাদের ইলেকট্রিক বিলের(Electric Bill) অঙ্কটা জানলে অবাক হয়ে যাবেন আপনি।

Shahrukh Khan

শাহরুখ খান(Shahrukh Khan): মুম্বাইতে বিলাসবহুল বাড়ি মান্নত হল ভক্তদের কাছে অন্যতম দর্শনীয় স্থান। এই বাড়ির বিদ্যুতের বিল বাবদ প্রতিমাসে শাহরুখ খান দেন প্রায় ৪৫ লাখ টাকা।

Ranveer Singh Deepika Padukone

ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফ(Vicky Kaushal Katrina Kaif): নববিবাহিত ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ চার বেডরুমের একটি অ্যাপার্টমেন্টে থাকেন। এই সম্পূর্ণ ফ্ল্যাটের ইলেকট্রিক বিল বাবদ প্রতি মাসে দিতে হয় ১০ লক্ষ টাকা।

আরো পড়ুন: শাহরুখ খান বা সালমান খান নন, এই অভিনেতা হলেন বিশ্বের সবথেকে ধনী তারকা যার রয়েছে ৮২০০ কোটি টাকার সম্পত্তি

সালমান খান(Salman Khan): নিজের বাবা-মার সঙ্গেই একটি ছোট্ট ফ্ল্যাটে থাকেন সালমান খান। পুরো অ্যাপার্টমেন্টের মাসিক বিল বাবদ ভাইজানকে দিতে হয় ২৫ লক্ষ টাকা।

রণবীর-দীপিকা(Ranveer Singh Deepika Padukone): বলিউডের অন্যতম আইডিয়াল জুটি রণবীর সিংহ এবং দীপিকা পাডুকোনের ফ্ল্যাটের প্রতি মাসে বিদ্যুতের বিল আসে প্রায় ১৫ লক্ষ টাকা।

Bollywood Celebrities Amitabh Bachchan

অমিতাভ বচ্চন(Amitabh Bachchan): যেহেতু একটি বিলাসবহুল বাংলো জলসাতে থাকেন অমিতাভ বচ্চন সপরিবারে। প্রতিমাসে প্রায় ২৫ লক্ষ টাকা বিদ্যুতের বিল দিতে হয় অমিতাভ বচ্চনকে।

Bollywood Celebrities Saif Ali Khan Kareena Kapoor

করিনা কাপুর খান এবং সাইফ আলি খান(Kareena Kapoor Khan-Saif Ali Khan): শুধু কথাতেই নয় কাজেও তিনি নবাব। নবাব প্যালেসে গোটা পরিবারকে নিয়ে বসবাস করেন সাইফ আলি খান। এই সম্পূর্ণ প্যালেসের মোট ইলেকট্রিক বিল আসে ৩২ লক্ষ টাকা।

আরো পড়ুন: ভেঙ্গে গেল পুরনো সমস্ত রেকর্ড, বিনিয়োগকারীদের আবারো কোটিপতি করে তুলল রতন টাটার এই কোম্পানির শেয়ার

আমির খান(Aamir Khan): বলিউডের অন্যতম সেরা অভিনেতা আমির খান নিজের আবাসনের জন্য প্রতি মাসে ১১ লক্ষ টাকা বিল দেন। বর্তমানে তিনি একাই থাকেন সেই আবাসনে।

এ বিষয়ে আপনাদের কী মতামত আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন…