বলিউড(Bollywood) তারকারা নিজ নিজ জায়গায় ভীষণভাবে প্রতিষ্ঠিত, সৌন্দর্যর দিক থেকে হোক অথবা অর্থের দিক থেকে বলিউড তারকাদের টেক্কা দেওয়া সহজ কথা নয়। কিন্তু এই অভিনয় জগতে তাড়াতাড়ি প্রবেশ করার ফলে এমন অনেক তারকাদের রয়েছেন যারা নিজেদের পড়াশোনা শেষ করতে পারেননি সঠিক সময়ে। অনেক তারকা এমনও রয়েছেন যারা স্কুলের পড়াশোনা শেষ করে আর কলেজে ভর্তি হতে পারেননি ব্যস্ততার কারণে। চলুন আজ তেমনই কিছু তারকাদের(Celebrity) কথা আপনাদের বলি যাদের শিক্ষাগত যোগ্যতা অনেকটাই পিছিয়ে রয়েছে।
আলিয়া ভাট(Alia Bhatt): মুম্বাইয়ের একটি স্কুল থেকে পড়াশোনা করেছিলেন তিনি কিন্তু ২০১২ সালে অভিনয় জগতে পদার্পণ করার ফলে কলেজে ভর্তি হতে পারেননি রণবীর ঘরণী। বর্তমানে তিনি এক কন্যা সন্তানের মা এবং অসাধারণ একজন অভিনেত্রী।
আরো পড়ুন: পাকিস্তানি গানের রিমিক বলিউডের এই ৫ টি জনপ্রিয় গান, তালিকা দেখে চমকে যাবেন আপনিও
করিশমা কাপুর(Karishma Kapoor): খুব কম বয়সে অভিনয় জগতে প্রবেশ করার ফলে ক্লাস সিক্সের পর আর পড়াশোনা করা হয়নি করিশমা কাপুরের। ব্যক্তিগত জীবনে বিবাহ বিচ্ছেদের পর শুধুমাত্র সন্তানকে নিয়ে এখন ভীষণভাবে ব্যস্ত এই সিঙ্গেল মাদার।
ক্যাটরিনা কাইফ(Katrina Kaif): রিপোর্ট অনুযায়ী জানা গেছে, ভারতে আসার আগে নাকি এই অভিনেত্রীর আর্থিক পরিস্থিতি তেমন ভালো ছিল না। ভারতে আসার পর বলিউডে প্রবেশ করার পাশাপাশি তিনি বাড়িতে থেকে পড়াশোনা শেষ করেছিলেন। বর্তমানে তিনি ভিকি কৌশলকে বিয়ে করে সুখী সংসার করছেন এবং পাশাপাশি সামলাচ্ছেন নিজের ক্যারিয়ার।
আরো পড়ুন: দেশের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া গায়কের তালিকায় রয়েছে তার নাম, না শ্রেয়া ঘোষাল না সোনু নিগম না অরিজিৎ সিং রয়েছেন সেই তালিকায়?
আমির খান(Aamir Khan): বলিউডের মিস্টার পারফেক্টসনিস্ট আমির খান মুম্বাইয়ের নরসি মঞ্জি কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে যাবার কারণে এক বছরের মধ্যেই কলেজ ছেড়ে দিতে বাধ্য হন আমির খান। ব্যক্তিগত জীবনে দুবার বিবাহ বিচ্ছেদের পর আরো একবার নতুনভাবে প্রেমে জড়িয়েছেন আমির খান। তবে বর্তমানে ফিল্ম ক্যারিয়ার খুব একটা ভালো চলছে না অভিনেতার।