বলিউডকে(Bollywood) বিশ্বের দরবারে নিয়ে এসেছিলেন যিনি তিনি হলেন পৃথ্বীরাজ কাপুর। ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে আজ রঙিন হয়েছে আমাদের জগৎ কিন্তু বলিউডের ইতিহাসে যে সমস্ত অভিনেতাদের অবদান সব থেকে বেশি তাদের মধ্যে প্রায় সকলেই এই পরিবারের অন্তর্গত। কাপুর পরিবারের (Kapoor family) প্রত্যেক জেনারেশন বলিউডকে করেছে সমৃদ্ধ। কিন্তু অভিনয়ের দিক থেকে আকাশ ছোঁয়া প্রতিভা থাকা সত্ত্বেও শিক্ষাগত(Education) দিক থেকে এই পরিবারের মানুষ বারবার হয়েছেন ব্যর্থ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতখানি…
পৃথ্বীরাজ কাপুর (Prithviraj Kapoor): শুধু নামে নয় তিনি এক অর্থে বলিউডের রাজকুমার ছিলেন। এই মানুষটার হাত ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতবর্ষের লায়েলপুরের খালসা কলেজ থেকে পড়াশোনা করেছিলেন এবং পরে ভর্তি হয়েছিলেন পেশোওয়ার্ডের এডোয়ার্ড কলেজে।
আরো পড়ুন: গত ৪০০ বছর ধরে অভিশপ্ত জাহাজ ঘুরে বেড়াচ্ছে সমুদ্রে, এই পেছনের কাহিনী অবাক করবে আপনাকেও
রাজ কাপুর (Raj Kapoor): পৃথ্বীরাজ কাপুরের সন্তান রাজ কাপুর পরিচিত ভারতীয় সিনেমার “চার্লি চ্যাপলিন” নামে। একাধিক নায়িকা এই অভিনেতার প্রেমে পাগল ছিলেন। রাজ কাপুর দেরাদুন, মুম্বাই এবং কলকাতা বিভিন্ন বিদ্যালয় ভর্তি হলেও শেষ পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর বেশি পড়াশোনা করতে পারেননি তিনি।
শাম্মী কাপুর(Shammi Kapoor): পৃথ্বীরাজ কাপুর যেহেতু কাজে সূত্রে বেশিরভাগ বাইরে থাকতেন তাই পৃথ্বীরাজ কাপুরের অন্যতম সন্তান শাম্মী কাপুরকে শৈশবের বেশিরভাগ সময় থাকতে হয়েছিল কলকাতায়। শাম্মী কাপুর ডন বসকো হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছিলেন।
শশী কাপুর(Shashi Kapoor): পৃথ্বীরাজ কাপুরের কনিষ্ঠ সন্তান শশী কাপুর মুম্বাইয়ের ডন বসকো হাই স্কুল থেকে পড়াশোনা করেছিলেন। ছোটবেলা থেকেই সিনেমার পর্দায় কাজ করার দরুন তিনি স্কুলের গণ্ডি পার হতে পারেন নি তবে সিনেমা জগতে শশী কাপুরের নাম বিশ্ব জোড়া।
আরো পড়ুন: নিয়ম না মানলেই খসাতে হবে মোটা অঙ্কের জরিমানা! পশ্চিমবঙ্গে এক সঙ্গে কতটা মদ কেনা যায়?
ঋষি কাপুর(Rishi Kapoor): অন্য ভাইদের তুলনায় বলিউডে সবথেকে বেশি প্রতিষ্ঠিত হয়েছিলেন ঋষি কাপুর। মেজাজের দিক থেকেও তিনি ছিলেন একটু অন্যরকম। ঋষি কাপুর মুম্বাইয়ের ক্যাম্পিয়ান স্কুল থেকে পড়াশোনা শুরু করেছিলেন ঠিকই কিন্তু অষ্টম শ্রেণীতেই নাকি ফেল করেছিলেন তিনি। পরবর্তীকালে আজমেরের মেয়ো কলেজে ভর্তি করানো হলেও পড়াশোনা করেনি তিনি।
রণধির কাপুর(Randhir Kapoor): পরিবারের অন্য সদস্যদের মতো রণধির কাপুরও বেশি দূর পড়াশোনা করেননি। দেরাদুনের কর্নেল ব্রাউন ক্যামব্রিজ স্কুল থেকে পড়াশোনা করার পর তিনি আর উচ্চশিক্ষার জন্য ভর্তি হননি কলেজে।
কারিশমা কাপুর (Karishma Kapoor): মুম্বাইয়ের কাথিড্রাল অ্যান্ড জন কনন স্কুল থেকে পড়াশোনা করার পর তিনি মুম্বাইয়ের সুফিয়া কলেজে ভর্তি হন উচ্চ শিক্ষার জন্য কিন্তু অভিনয় নিয়ে বড্ড ছোটবেলা থেকেই ব্যস্ত হয়ে পড়েছিলেন বলে পড়াশোনা ছেড়ে দেন কারিশমা কাপুর।
করিনা কাপুর খান(Kareena Kapoor Khan): বেবো জমুনাবাই নার্সারি স্কুল থেকে পড়াশোনা করে দেরাদুনের ওয়েলহাম স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। স্কুলিং শেষ করার পর তিনি মুম্বাইয়ের মিঠি বাই কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু দিদির মত ঠিক একই ভাবে অভিনয় জগত নিয়ে ব্যস্ত হয়ে থাকার জন্য পড়াশোনা ছেড়ে দেন কারিনা কাপুর খান।
রণবীর কাপুর(Ranbir Kapoor): এখনো পর্যন্ত কাপুর পরিবারের সবথেকে শিক্ষিত সুপারস্টার হলেন রণবীর কাপুর। মুম্বাইয়ের বোম্বে স্কটিশ স্কুল থেকে পড়াশোনা করার পর এইচ আর কলেজ অফ কমার্স এন্ড ইকোনমিক্স-এ ভর্তি হয়েছিলেন রণবীর কাপুর। উচ্চ শিক্ষার জন্য নিউইয়র্কের স্কুল অফ ভিজুয়াল আর্টসে ফিল্ম নিয়ে পড়াশোনা করেন এবং মেথড অ্যাকটিং নিয়ে পড়াশোনা করার জন্য ভর্তি হন নিউ ইয়র্কের লি স্টার্সবার্গ অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে। বর্তমানে তিনি একজন প্রাউড ফাদার।
ঋদ্ধিমা কাপুর(Riddhima Kapoor): রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা লাইমলাইট থেকে দূরে থাকতে বেশি পছন্দ করেন। নিতু কাপুরের বড় কন্যা আমেরিকার ইন্টার কন্টিনেন্টাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার অফ ডিজাইনিং এন্ড মার্কেটিং এর উপর ডিগ্রী নিয়েছেন এবং বর্তমানে তিনি নিজস্ব ব্যবসার সঙ্গে যুক্ত।