থাকবে ২ কোটি টাকা পুরস্কার! ভারতেই আয়োজিত হচ্ছে BGMI প্রতিযোগিতা, সম্প্রচার করবে মুকেশ আম্বানির সংস্থা জিও সিনেমা

এবার BGMI গেম নির্মাতা Krafton গাঁটছড়া বাঁধতে দিয়ে চলেছে জিও সিনেমার (Jio Cinema) সঙ্গে। আসন্ন ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া সিরিজের লাইভ সম্প্রচার এবার আপনি দেখতে পাবেন জিও সিনেমার পর্দায়। স্বাভাবিকভাবেই স্পোর্টস ফ্যানদের জন্য এটি একটি বড় খবর। আগামী ১৭ই আগস্ট থেকে শুরু হতে চলা এই পর্বটি চলবে ২০ আগস্ট পর্যন্ত।

সকাল ১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত জিও সিনেমার পর্দায় ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া সিরিজের লাইভ সম্প্রচার দেখতে পাবেন স্পোর্টস লাভাররা। প্রথম পর্ব শুরু হবে ৩১ আগস্ট থেকে, অন্তিম পর্ব চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

আরো পড়ুন: মিউচুয়াল ফান্ড বিক্রি করে Isha Ambani হয়ে যাবেন ধনী, এই ৬ টি কারণে ব্যবসা সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাস্য Jio

জিও সিনেমায় এই লাইভ সম্প্রচার হওয়ার পর মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থাটি আরো একবার স্পোর্টস ফ্যানদের কাছে জনপ্রিয় হয়ে উঠলো। এই প্রসঙ্গে Krafton দাবি করেছেন, খুব সম্ভবত এটি বিশ্বের সবথেকে বড় ব্যাটেল রয়্যাল স্পোর্টস টুর্নামেন্ট হতে চলেছে। এই প্রতিযোগিতায় ২ হাজারের বেশি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় পুরস্কার রাখা হয়েছে ২ কোটি টাকা। শুধুমাত্র বিজয়ী দলই পাবে ৭৫ লক্ষ টাকা। আগের বছর ৫০ লক্ষ টাকা পুরস্কার হিসেবে পেয়েছিল প্রথম স্থান অধিকার করা Skylight gaming

এই প্রসঙ্গে গেম ডেভেলপার জানিয়েছেন, ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া সিরিজের প্রাথমিক সমস্ত ম্যাচ হিন্দি এবং ইংরেজি ভাষায় লাইভ সম্প্রচার করা হবে। জিও সিনেমার এই সহযোগিতা পেয়ে আমরা ভীষণভাবে উচ্ছাসিত।

প্রসঙ্গত, ২০২০ সালে চীনা সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে খাওয়ার পর ভারতে এই গেমের পূর্ব ভার্সন পাবজি বন্ধ করে দেওয়া হয়। তবে একাধিক শর্ত স্বপক্ষে আরো একবার এই নতুন গেমটি ভারতে লঞ্চ করা হয় ২০২৩ সালে। তবে লঞ্চ করা হলেও এই গেমের উপর সরকার কড়া নজর রাখবেন যাতে দেশবাসীর সুরক্ষা বজায় থাকে।

আরো পড়ুন: ভারতীয় হয়েও অনেকের কাছে নেই এর সঠিক উত্তর! কোন রাজার নাম অনুসারে হয়েছিল ভারতের নামকরণ?

ভারতে লঞ্চ হওয়ার সাথে সাথে বহু ইউজার ডাউনলোড করতে শুরু করেছে এই গেম। তাই এবার ফ্যান লাভারদের উত্তেজনা ধরে রাখার জন্যই এই বিশাল প্রতিযোগিতার আয়োজন করল Krafton।