টোল আদায়ের অঙ্কে লক্ষীলাভ! ১ বছরের মাথায় পদ্মা সেতু থেকে আয় ৬০০ কোটি টাকারও বেশি

আরো একবার পদ্মা সেতুর (Padma Bridge) হাত ধরে লক্ষী লাভ হলো বাংলাদেশের। প্রায় এক বছর হয়ে গেলো এই সেতু চালু হওয়ার। এই এক বছরের মধ্যে যে অংকের টোল ট্যাক্স আদায় করা হয়েছে সাধারণ মানুষের থেকে, তাতে মুখে হাসি ফুটেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী (Prime Minister) শেখ হাসিনার (Sheikh Hasina)। গত শুক্রবার পর্যন্ত পদ্মা সেতু থেকে প্রায় ৬০৬ কোটি টাকা আদায় করেছে বাংলাদেশ সরকার।

Padma Bridge

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ জুন অর্থাৎ ঠিক তার পরের দিন থেকেই এই সেতুতে যান চলাচল শুরু হয়। এই সেতু নির্মাণ করা হয় ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করার জন্য। এই সেতুর মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে খুব সহজেই যাতায়াত করতেন সাধারণ মানুষ।

আরো পড়ুন: যদি বিদেশীরা ভারত দখলে ব্যর্থ হত তাহলে কেমন হতো আজকের ভারত, দেখুন AI দ্বারা নির্মিত ছবি

সেতুতে যান চলাচলের শুরুর দিন থেকেই টোল ট্যাক্স আদায় বিপুল সারা পেয়েছিল বাংলাদেশ প্রশাসন। প্রথম দিনেই এই সেতু থেকে আদায় হয়েছিল ২ কোটি ৭৪ লক্ষ ৬৬ হাজার ৮৫০ টাকা। স্বাভাবিকভাবেই এক বছরের মধ্যে যে বিপুল পরিমাণ অর্থ আদায় হয়েছে তাতে বেশ খুশি বাংলাদেশ সরকার।

Padma Bridge

বাংলাদেশের সেতু বিভাগ জানিয়েছে, এই সময়ের মধ্যে প্রায় ৫৬ লোকের বেশি যান চলাচল হয়েছে পদ্মা সেতুর মাধ্যম। প্রথম দিন থেকেই যে উন্মাদনা ছিল বাংলাদেশের মানুষের মধ্যে এই সেতু নিয়ে তা বিন্দুমাত্র কমেনি এখনও। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহলেও এই সেতু ঘিরে উন্মাদনা এবং কৌতূহল ছিল প্রচুর।

আরো পড়ুন: Indian Railways: আপনার টিকিটের নম্বর বলে দেবে আপনার পরিচয়, আপনার গন্তব্য সহ যাত্রাপথ

বাংলাদেশের সংবাদমাধ্যম জানিয়েছে, পদ্মা সেতু সে দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের যাতায়াত অনেক সহজ এবং সুন্দর করে দিয়েছে। এখন ঢাকার সায়দাবাদ পার হওয়ার পর থেকে তিন চার ঘন্টায় বরিশাল যাওয়া যাচ্ছে। চার ঘন্টায় যাওয়া যাচ্ছে খুলনায়। বোঝাই যাচ্ছে এই সেতুর মাধ্যমে দেশের একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজে যাতায়াত করতে পারছেন সাধারণ মানুষ।