প্রায় দুই দশক বলিউডে পূর্ণ করেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। যে ব্যক্তি প্রথম দিকে সঠিকভাবে হিন্দি বলতে পারতেন না আজ তিনি সেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা। ২০০৩ সালে “বুম” সিনেমার মাধ্যমে বলিউডে পদার্পণ করেছিলেন তিনি। গত ২০ বছরে বহু সিনেমায় অভিনয় করে বারংবার সমালোচকদের থেকে প্রশংসা কুড়িয়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)।
তবে গত ২০ বছরে এমন একজন পুরুষ ক্যাটরিনা কাইফের জীবনে রয়েছেন যিনি কখনো অভিনেত্রীর হাত ছেড়ে যাননি, আবার অন্যদিকে অভিনেত্রীয় কখনো হাত ছাড়েননি এই পুরুষের। নিঃশব্দে বন্ধুর মত পাশে থেকেছেন অভিনেত্রী। কি ভাবছেন আমরা ভিকি কৌশলের (Vicky Kaushal) কথা বলছি? একেবারেই নয়। তাহলে রণবীর কাপুর (Ranbir Kapoor) বা সালমান খান (Salman Khan)? না তাও নয়। তাহলে কে এই পুরুষ? সম্প্রতি সংবাদমাধ্যমে এই পুলিশের পরিচয় ফাঁস করলেন ক্যাটরিনা কাইফ নিজেই।
আরো পড়ুন: বাড়িতে বসেই দুর্দান্ত রোজগারের সুযোগ দিচ্ছে SBI, এইভাবে করতে পারবেন আবেদন
ইনস্টাগ্রামের পাতায় সেই বন্ধুর ছবি পোস্ট করে ক্যাটরিনা কাইফ লিখেছেন, ২০ বছর হয়ে গেল মিস্টার অশোক শর্মা। এই মানুষটি আমার সঙ্গে সব থেকে বেশি সময় কাটিয়েছে এই ২০ বছরে। হাসি ঠাট্টা হোক অথবা গুরুত্বপূর্ণ আলোচনা, সব ক্ষেত্রে তিনি আমার পাশে ছিলেন। আমার ভালোর জন্য যেমন ঝগড়া করেছেন তেমন আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে তিনি কেঁদেছেন। এই ভাবেই যেন আরো ২০ বছর কেটে যাক একসঙ্গে।
আরো পড়ুন: কেন রাতারাতি ‘নীল সাদা’ থেকে ‘গেরুয়া’ হয়ে গেল বন্দে ভারতের রং? কারণ জেনে চমকে যাবেন আপনিও
ঠিক এমন ভাবেই নিজের ব্যক্তিগত সহকারীর সঙ্গে ছবি পোস্ট করে সমাজ মাধ্যমে সহকারির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্যাটরিনা কাইফ। ছবি পোস্ট করার সাথে সাথে হয়ে গেছে ভাইরাল। ক্যাটরিনা কাইফের এই ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভক্তরা। এত সুন্দর ভাবে যে ধন্যবাদ জানানো যায় কারোর প্রতি তা সত্যিই জানা ছিল না।
প্রসঙ্গত, ২০২১ সালে রাজস্থানে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। চলতি বছরে নিজেদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী উদযাপন করতে চলেছেন এই তারকা দম্পতি।