বাজরাঙ্গি ভাইজান এর সেই ছোট্ট মুন্নি এখন সুন্দর যুবতী, ছবি দেখে প্রেমে পড়বেন আপনিও

এখনো পর্যন্ত সালমান খানের সব থেকে প্রশংসনীয় সিনেমা হল “বজরঙ্গি ভাইজান” (Bajrangi Bhaijaan)। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় সালমান খান(Salman Khan) মুখ্য ভূমিকায় অভিনয় করলেও সিনেমায় একটি ছোট্ট শিশু শিল্পী (Harshaali Malhotra) সবথেকে বেশি নজর করেছিল সকলের।

Harshaali Malhotra

মুন্নি চরিত্রে অভিনয় করেছিলেন হর্সালি মালহোত্রা (Harshaali Malhotra)। মাত্র ৭ বছর বয়সেই একটি ছোট্ট মূক এবং বধির মেয়ের ভূমিকা অভিনয় করে, প্রশংসার পাত্র হয়েছিলেন তিনি। সিনেমা মুক্তি ৮ বছর অতিক্রান্ত হয়ে গেছে। আজ কেমন আছেন তিনি? কি করছেন? কেমন দেখতে হয়েছে তাকে? চলুন বিস্তারিত জেনে নি।

আরো পড়ুন: চাপ বাড়লো গ্রাহকদের! এবার এই ২ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করলো RBI

Harshaali Malhotra

সম্প্রতি ২০১৫ সালের সেই ছোট্ট মুন্নি ক্যামেরা বন্দী হয়েছেন চিত্রশিল্পীদের ক্যামেরায়। কত্থক ক্লাস থেকে বের হতেই চিত্রগ্রাহকরা জড়ো করে ঘিরে ধরেন তাকে। সবাইকে দেখে হাসিমুখে পোজ দেন অভিনেত্রী। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। সেই ছোট্ট মেয়েটিকে দেখে আরো একবার নস্টালজিক হয়েছেন সাধারণ মানুষ।
Harshaali Malhotra

মাত্র ৭ বছর বয়সে যে মেয়েটি কারিনা কাপুর খান, নাওয়াজুদ্দিন সিদ্দিকী এবং সালমান খানের মতো অভিনেতাদের সঙ্গে তালে তাল মিলিয়ে অভিনয় করেছেন তিনি যে বড় হয়ে একজন নামী অভিনেত্রী হবেন তা বলাই বাহুল্য। বাজরাঙ্গি ভাইজান সিনেমায় অভিনয় করে সেরা ডেবিউ বিভাগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। কনিষ্ঠতম অভিনেত্রী হিসেবে মনোনীত হওয়ায় ইতিহাস গড়েছিলেন হর্সালি

আরো পড়ুন: কেবলমাত্র ১% জিনিয়াস লোকেরাই পারবেন ছবির মধ্যে থাকা চতুর্থ বিড়ালটিকে খুঁজে বের করতে

Harshaali Malhotra

ফিল্মফেয়ার ছাড়াও বেস্ট চাইল্ড আর্টিস্ট বিভাগে স্ক্রীন আওয়ার্স পান তিনি, এছাড়াও একাধিক পুরস্কারের জন্য মনোনীত হন। “বাজরাঙ্গি ভাইজান” সিনেমার পর “কাবুল হে”, ধারাবাহিকে জোয়া ফারুকীর ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে। ধারাবাহিকটি সম্প্রচারিত হয় জি বাংলায় ২০১৪ সালে।

Harshaali Malhotra
ঠিক ওই একই বছর লাইফ ওকে চ্যানেলের “লট আও তৃষা” ধারাবাহিকে সানিয়া স্বাইকার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে। এছাড়াও সাবধান ইন্ডিয়ার একটি পর্বে অভিনয় করেছিলেন তিনি। ভবিষ্যতে আরো বহু সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে এই অসামান্য প্রতিভাশালী অভিনেত্রীকে।