দেশে সবথেকে সস্তা ইলেকট্রিক সানরুফযুক্ত গাড়ি আনল TATA! দাম জেনে আপনারও মুখে ফুটবে হাসি

আন্তর্জাতিক বাজারে ব্যাটারি চালিত গাড়ির চল ক্রমবর্ধমান। তাই ভারতের (India) বাজারে এই ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ির চল বাড়ানোর লক্ষ্যে বিদেশি কোম্পানীগুলোর সাথে পাল্লা দিয়ে দেশীয় কোম্পানীগুলিও নিত্য নতুন আধুনিক বৈশিষ্ট্যযুক্ত বৈদ্যুতিক গাড়ি (Electric Car) বাজারে নিয়ে আসছে। দেশের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে ই গাড়িকে সহজ লভ্য করে তোলার উদ্দেশ্যে গাড়ির দামের দিকটিও মাথায় রাখা হচ্ছে। সেরকম ভাবেই দেশের প্রথম সারির গাড়ি কোম্পানীগুলির মধ্যে অন্যতম গাড়ি কোম্পানী টাটা এবার বাজারে নিয়ে এলো দেশের সবথেকে সস্তা ও আধুনিক বৈশিষ্ট্যযুক্ত ব্যাটারি চালিত গাড়ি, যা এক কথায় সাধ্যের মধ্যে সাধ পূরণ।

আরো পড়ুন: প্ল্যাটফর্মের সংখ্যায় দেশের সেরা এই ৫ টি রেল স্টেশন, জানুন কত নম্বরে রয়েছে হাওড়া-শিয়ালদহ

টাটা মোটরস বাজারে নিয়ে এলো সবথেকে সস্তা ও অত্যাধুনিক বৈশিষ্ট্যযুক্ত গাড়ি, যেখানে ক্রেতারা বৈদ্যুতিক সানরুফের সুবিধাও পাবেন। টাটা মোটরস কিছুদিন আগে তাদের টাটা অল্টোর দুটি নতুন ভ্যারিয়েন্ট এক্সএম (XM)এক্সএম এস (XM S) বাজারে বাজারে চালু করে। গাড়ি দুটির দাম যথাক্রমে ৬.৯০ লাখ ও ৭.৩৫ লাখ টাকা রাখা হয়েছে। গাড়ি দুটিতে থাকছে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন সাথে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, যা সর্বাধিক ৮৮ পিএস শক্তি ও ১১৫ নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। গাড়িগুলিতে অত্যাধুনিক ফিচারগুলির মধ্যে স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, হাইট অ্যাডজাস্টেবেল ড্রাইভার সিট থেকে শুরু করে থাকছে ইলেক্ট্রনিক অ্যাডজাস্টেবেলে ও ফোল্ডবেল ওআরভিএম (ORVM)।

এক্সএম এস (XM S) মডেলটিতে অতিরিক্ত ফিচার হিসেবে থাকছে সানরুফ। অন্যান্য ফিচারগুলির মধ্যে থাকছে পাওয়ার উইন্ডো, কি-লেস এন্ট্রি, রিভার্স ক্যামেরা, ক্রূজ কন্ট্রোলের মতো বৈশিষ্ট্য। গাড়িতে রয়েছে বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ব্লুটুথ কানেক্টিভিটি সাথে থাকছে প্রিমিয়াম হ্যাচব্যাক। যাত্রী সাছন্দের সাথে সাথে যাত্রী সুরক্ষার ওপর নজর দেওয়া হয়েছে এবং গাড়িগুলিতে ডুয়াল এয়ারব্যাগ, সিট বেল্ট ওয়ার্নিং, অ্যান্টি লক ব্রেকিং, ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন, ইলেকট্রনিক ব্রেক স্টেবিলিটি কন্ট্রোল, চাইলড সেফটি লক সহ একাধিক গুরত্বপূর্ণ ফিচার যোগ করা হয়েছে। গ্লোবাল এনক্যাপ ক্র্যাশ টেস্ট পরীক্ষা অনুযায়ী গাড়িগুলিকে ৫ তারকা রেটিং দেওয়া হয়েছে।

আরো পড়ুন: টেসলার আগেই ভারতে আসছে নতুন বিদ্যুতিক গাড়ি! সূর্যের রোদেই হবে চার্জ, ৭০০ কিমি দেবে মাইলেজ

ভারতের বাজারে টাটার প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছে হুন্ডাই আই ২০ (Hyundai i20), যার দাম ৭.৪৮ লাখ থেকে ১১.৮৮ লাখ টাকা, মারুতি সুজুকি গ্লেঞ্জা (Maruti Suzuki Glanza), যার দাম ৬.৬১ লাখ থেকে ৯.৮৮ লাখ টাকা এবং টয়োটা গ্লাঞ্জা (Toyota Glanza), যার দাম ৬.৮১ লাখ থেকে ১০.০০ লাখ টাকা। টাটা মোটরস সম্প্রতি তাদের সমস্ত গাড়ির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এবং চলতি বছরের ১৭ই জুলাই থেকে গাড়ির দাম ২০,০০০ টাকা অবধি বৃদ্ধি পেয়েছে। যারা ১৭ই জুলাই পর্যন্ত এই গাড়ি বুক করেছেন তাদেরকে নতুন করে অতিরিক্ত এই ২০০০০ টাকা দিতে হবেনা।