LIC-কে টক্কর দিতে এবার মাঠে নামছে টাটা,আনতে চলেছে দেশের বৃহত্তম বিমা সংস্থা

বিমা সংস্থার ক্ষেত্রেও পা রাখতে চলেছে টাটা(Tata)। সমস্ত ক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করলেও এই ক্ষেত্রে এই প্রথম পদার্পণ তাদের। জানা যাচ্ছে শীঘ্রই তাঁরা এলআইসির সঙ্গে টক্কর দেবার মত বীমা আনতে চলেছে বাজারে। এতদিন পর্যন্ত এলআইসি ছিল শীর্ষে সব থেকে বড় বীমা কোম্পানি এবং দেশের সবচেয়ে বড় আইপিও(IPO) আনার খেতাব রয়েছে তার মাথায় কিন্তু সেই খেতাব আর কতদিন থাকবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Tata Group

আরো পড়ুন: মহাকাশে ঐতিহাসিক জয়ের পর এবার লক্ষ্য সমুদ্র! একাধিক অজানা তথ্য উঠে আসবে ISRO এই অভিযানে

পায়ে পা মিলিয়ে প্রস্তুত টাটা গ্রুপও(Tata Group)। ব্যবসায় সবথেকে প্রাচীনতম নাম এবং শেয়ার বাজারে(Share Market) একাধিকত্ব বিস্তার করে রয়েছে টাটা। তাঁর বহু কোম্পানি স্টক মার্কেটে তালিকাভুক্ত যেমন টাটা মোটরস টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড টাটা পাওয়ার টাটা কেমিক্যাল টাটা স্টিল টাটা কমিউনিকেশন টাটা ইনভেসমেন্ট কর্পোরেশন টাইটান দা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি ভোল্টাস ট্রেন্ট লিমিটেড ইত্যাদি। শেষবার তার আইপিও এসেছিল ২০০৪ সালে।

Tata Group

সম্প্রতি খবর রয়েছে টাটা তার নতুন আইপিও আনতে চলেছে যাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, সেটি হল টাটা সন্সকে আগামী ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে চালু করার প্রস্তুতিও রয়েছে। সম্প্রতি বিজনেস টুডেতে(Bussiness Today) একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায় সেটি। ২০২৫ সালে সেপ্টেম্বরের মধ্যে স্টক মার্কেটের তালিকাপ্রাপ্ত হয়ে যাবে এটি এবং তাঁর নাম শীর্ষ কোম্পানিগুলির মধ্যেই থাকবে।

আরো পড়ুন: লঞ্চ হতে চলেছে Jio AiR fibre! মিলবে একাধিক সুযোগ-সুবিধা, আবারো ভারতীয়দের মন জিতবে মুকেশ আম্বানি সংস্থা

আশা করা যায় টাটা গ্রুপ এই আইপিওকে সবথেকে বড় আইপিও করে তুলতে মরিয়া চেষ্টায় রয়েছে টাটা। এখনো পর্যন্ত রেকর্ড রয়েছে এল আই সির(LIC) ২১০০০ কোটি টাকার আইপিও এনেছিল তাঁরা। সকলের নজর এবার তার দিকেই, আদৌ টাটা সেই রেকর্ড ভাঙতে পারে কিনা।