ব্যাংক, পোস্ট অফিস ছাড়াও বিনিয়োগের অন্যতম একটি মাধ্যম হলো স্টক মার্কেট(Stock Market)। শেয়ার বাজারের উত্থান এবং পতনের ওপর ভরসা করে অনেকেই নিজে সঞ্চিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করেন। শেয়ার বাজারে(Share Market) বহু স্টক রয়েছে কিন্তু শেয়ার বাজারের উত্থান পতনের ওপর লড়াই করেও এই পাঁচ স্টক আমানতকারীদের সর্বদা লাভের মুখ দেখিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক সেই পাঁচটি স্টক কি কি?
১) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ(Reliance Industries): রিলায়েন্স এটি দেশীয় কোম্পানি যা তেল থেকে রাসায়নিক, তেল এবং গ্যাস তৈরি, ডিজিটাল পরিষেবা এবং আর্থিক পরিষেবা বিভাগে কাজ করে। এই কোম্পানি দীর্ঘ মেয়াদে কেনা শেয়ার গুলির মধ্যে অন্যতম।
২) টাটা কনসালটেন্সি সার্ভিস(Tata Consultancy Service): এই কোম্পানিটি ভারতের একমাত্র কোম্পানি যা তথ্যপ্রযুক্তি পরিষেবা, ডিজিটাল এবং ব্যবসায়িক বিষয়ে নানান সমাধান দিয়ে থাকে। এটি সবথেকে নিরাপদ শেয়ার এর মধ্যে অন্যতম।
আরো পড়ুন: ভয়ে কাঁপবে শত্রু দেশ চীন সহ পাকিস্তান, খুব শীঘ্রই দেশে আসবে আরো রাফাল ফাইটার ও সাবমেরিন!
৩) ইনফোসিস(Infosys): ইনফোসিস লিমিটেড প্রযুক্তি, আউটসোর্সিং এবং পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিষেবা গুলিতে নিযুক্ত রয়েছে। এটি ডিজিটাল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে শীর্ষস্থানীয় ওয়ার্ল্ড লিডার।
৪) এইচডিএফসি ব্যাংক(HDFC Bank): এই ব্যাংক হল দেশের অন্যতম বেসরকারি ব্যাংক। এটি এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা পাইকারি ছাড়াও ইনভেস্টমেন্ট ব্যাংকিং পরিষেবা দিয়ে থাকে।
৫) হিন্দুস্তান ইউনিলিভার(Hindustan Unilever): এই কোম্পানি হল একটি ব্রিটিশ কোম্পানি সহযোগী প্রতিষ্ঠান। এই কোম্পানিটি সারা বিশ্বের সবথেকে বিখ্যাত কোম্পানি গুলির মধ্যে একটি। এটি এমন একটি স্টক, যা সর্বদা বিনিয়োগকারীদের কাছে সেরা পছন্দ।
আরো পড়ুন: একবার স্থির তো একবার চলমান, ছবিটি দেখে চোখ ধাঁধিয়ে যাবে আপনার
আপনি যদি শেয়ার মার্কেট সম্পর্কে তেমনভাবে অবগত না হন এবং আপনি বিনিয়োগ করতে চান শেয়ার মার্কেটে তাহলে এই পাঁচটি জায়গায় আপনি নিজের অর্থ বিনিয়োগ করতে পারেন নিশ্চিন্তে। গত ১০ বছরে কখনো বিনিয়োগকারীদের হতাশ করেনি এই স্টকগুলি।