ভারত ভারতীয়দের আরো একবার জয়জয়কার, এবার শ্রীলঙ্কার খুচরো বাজারেও লেনদেন হবে রুপিতে

বর্তমানে গোটা বিশ্বে ভারতের (India) মর্যাদা ও গ্রহণযোগ্যতা বাড়ছে এবং ভারতীয় মুদ্রার (Indian Rupee) গ্রহণযোগ্যতা ক্রমেই বিভিন্ন দেশে বাড়ছে। ভারতীয় পর্যটক এবং ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা চালুর পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। রিপোর্ট অনুযায়ী , শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাবরি জানিয়েছেন, ভারতীয় ব্যবসায়ী এবং পর্যটকদের সুবিধার্থে স্থানীয় লেনদেনের জন্য ‘রুপি’ ব্যবহারের অনুমতি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

Indian Rupees
বর্তমানে শ্রীলঙ্কায় (Sri Lanka) স্থানীয় লেনদেনে ডলার, ইউরো এবং ইয়েন ব্যবহার করার সুবিধা রয়েছে, এছাড়াও আর্থিক লেনদেন বৃদ্ধি করতে UPI ভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালুর বিষয়েও চিন্তাভাবনা করছে শ্রীলঙ্কা। সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সময় ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরশাহী দেশীয় পেমেন্ট সিস্টেম UPI চালু করতে সম্মত হয়েছে। শ্রীলঙ্কায় প্রতিবছর বিপুল সংখ্যক ভারতীয় পর্যটক যান।

আরো পড়ুন: গরিবদের জন্য দুর্দান্ত সিদ্ধান্ত! পশ্চিমবঙ্গের এই সকল স্টেশন গুলিতে মিলবে ২০ টাকায় ভরপেট খাবার

বহু ভারতীয় ব্যবসায়ী এই দেশের সঙ্গে বিপুল আর্থিক অঙ্কের বাণিজ্য করে থাকেন। বিশেষজ্ঞদের মতে, এই দুই বিষয়ের উপর শ্রীলঙ্কার (Sri Lanka) অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে। সেই বিষয়টি মাথায় রেখে এই পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটি। বিশ্বের ২০টিরও বেশি দেশ বাণিজ্য ক্ষেত্রে ‘রুপি’ ব্যবহার করতে সম্মত হয়েছে। এমনকি কিছু দেশ তাদের স্থানীয় লেনদেনেও রুপির (Indian Rupee) ব্যবহার করতে শুরু করেছে।

Indian Rupee
বাংলাদেশে (Bangladesh) আবার দ্বি-পাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে রুপি ব্যবহারে সম্মত হয়েছে। স্থানীয় লেনদেনে রুপি ব্যবহার করা দেশের তালিকায় নাম রয়েছে নেপালের। নেপালে ভারতীয় রুপি বহু আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে শ্রীলঙ্কার নাম। শ্রীলঙ্কায় রুপি সরাসরি ব্যবহারের অনুমতি দেওয়া হলে ভারতীয় পর্যটক এবং ব্যবসায়ীদের পরবর্তীতে আর কোনো মুদ্রায় রূপান্তরের প্রয়োজন পড়বে না।

আরো পড়ুন: রণবীর নয় বরং এই বলিউড অভিনেতাকে আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখতে চেয়েছিলেন বনশালি, শেষ মুহূর্তে হয় প্ল্যান চেঞ্জ

বর্তমানে শ্রীলঙ্কায় (Sri Lanka) কোনো আর্থিক লেনদেন করতে হলে ভারতীয় মুদ্রাকে শ্রীলঙ্কার মুদ্রায় কিংবা ডলারে পরিবর্তন করতে হয়, কিন্তু রুপি ব্যবহারের অনুমোদন দেওয়া হলে সেটি আর প্রয়োজন পড়বে না। সরাসরি ভারতীয় মুদ্রাতেই লেনদেন করা যাবে। এর ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হবে। বাণিজ্যিক ভাবে বিভিন্ন দেশে রুপি ব্যবহারের ফলে ভারতীয় রুপির গুরুত্ব বাড়বে। এর ফলে ভারতীয় অর্থনীতি আরো সুদৃঢ় হবে।