কেউ নিয়েছেন লাখ, তো আবার কেউ নিয়েছেন কোটি! জওয়ান সিনেমার তারকাদের পারিশ্রমিকের অঙ্ক জেনে কপালে উঠবে চোখ

আর কিছুদিনের মধ্যেই ৩০০ কোটি টাকার বাজেট নিয়ে নতুন সিনেমায়, নতুন আঙ্গিকে, নতুন রূপে আসতে চলেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। ইতিমধ্যেই সিনেমা ট্রেলার দেখে ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন, শাহরুখ খানের এই কামব্যাক দ্বিতীয় সিনেমাটি প্রথম সিনেমা অর্থাৎ পাঠানকেও ছাপিয়ে চলে যাবে। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক “জওয়ান”(Jawan) সিনেমায় অভিনয় করার জন্য কলাকুশলীরা ঠিক কত টাকা পারিশ্রমিক পেয়েছেন।

Jawan

বিজয় সেতুপতি(Vijay sethupathi): এই সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপতি। শাহরুখ খানের এই সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করার জন্য এই দক্ষিনী তারকাকে দেওয়া হচ্ছে ২১ কোটি টাকা পারিশ্রমিক।

নয়ন তারা(Nayanthara): লেডি সুপারস্টার নয়ন তারাকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে এই সিনেমায়। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার জন্য নয়নতারা পাচ্ছেন ১১ কোটি টাকা পারিশ্রমিক।

আরো পড়ুন: রয়েছে ২০ টি হাত ১০ টি শুঁড়, আন্টার্কটিকার সমুদ্রের তলায় বিজ্ঞানীদের মিলল ভিনগ্রহের দানব

সানিয়া মালহোত্রা(Sania Malhotra): শাহরুখ খানের গার্ল গাঙের অন্যতম সদস্য সানিয়া এই সিনেমায় অভিনয় করার জন্য পাচ্ছেন ২ কোটি টাকা পারিশ্রমিক।

Jawan

সুনীল গ্রোভার(Sunil Grover): স্ট্যান্ড আপ কমেডিয়ান থেকে একজন অসাধারণ অভিনেতা হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছেন সুনীল গ্রোভার। শাহরুখ খানের জওয়ান সিনেমায় অভিনয় করার জন্য তিনি পাচ্ছেন ৭৫ লক্ষ টাকা পারিশ্রমিক।

আরো পড়ুন: বিশ্বের মধ্যে সর্ব প্রথম 6G নেটওয়ার্ক আনবে রিলায়েন্স Jio, বড় ঘোষণা মুকেশ আম্বানির

দীপিকা পাডুকোন(Deepika Padukone): এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় না করলেও নয়নতারার তুলনায় বেশি পারিশ্রমিক পাচ্ছেন দীপিকা পাড়ুকোন। পাঠান সিনেমার অসাধারণ সাফল্যের কথা মাথায় রেখে দীপিকাকে এই সিনেমাতেও রাখা হয়েছে এবং শাহরুখ খানের এই সিনেমায় কি আমিও চরিত্রে অভিনয় করার জন্য তিনি পাচ্ছেন প্রায় ৩০ কোটি টাকা পারিশ্রমিক।