বেঁচে আছেন বাদশা! নতুন ছবিতে পুরনো লুকে ফিরছেন কিং খান, ভক্তরা হবেন নস্টালজিক

পাঠান অতীত হতে না হতেই আরো একবার শাহরুখ খানের(Shahrukh Khan)নতুন ঝলক চলে এলো সামনে। পুরনো ভঙ্গিমায় নতুনভাবে মানুষের মন জয় করার জন্য একেবারে প্রস্তুত শাহরুখ খান। আজ অর্থাৎ সোমবার সকাল সকাল একটি টুইট বার্তা দিয়ে শাহরুখ খান লিখেছেন, “জীবনের উপর যখনই আঘাত আসে তখনই লড়াই করা প্রয়োজন, কারণ যুদ্ধ আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে”।

সোমবার “জওয়ান”(Jawan) সিনেমার প্রথম গান “জিন্দা বান্দা”, প্রকাশে আসার পর থেকেই মানুষের মনে সিনেমাটি নিয়ে উত্তেজনা দেখা গেছে তুঙ্গে। কোন নতুন ভাবে নয় বরং পুরনো ভঙ্গিমায় সকলের কাছে ধরা দিয়েছেন বাদশা। চোখে কালো চশমা, পরনে লাল শার্ট এবং কালো ট্রাউজার পরে একেবারে সেই পুরনো ভঙ্গিমায় পর্দায় এসেছেন শাহরুখ খান।

আরো পড়ুন: দেশের GDP তে ঝড় তুললো ভারত, গড়ল নতুন রেকর্ড

শাহরুখ খানের সঙ্গে গানের তালে তালে নাচ করতে দেখা গেছে প্রায় ১০০ জন মহিলা নৃত্যশিল্পীকে। গান থেকে নাচ সর্বত্র রয়েছে দক্ষিনী ছোঁয়া, কারণ দক্ষিণ সংগীত পরিচালক অনিরুদ্ধ এই সিনেমার সংগীত পরিচালনা করেছেন। এছাড়াও পরিচালকও দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অংশ, অ্যাটলি কুমার।

সূত্রের দাবি, সিনেমার প্রথম গানেই শাহরুখ খান এবং পরিচালক দুজনেই দর্শকদের চমকে দিতে চেয়েছিলেন তাই শুধুমাত্র একটি গানের পেছনেই খরচ করা হয়েছে ১৫ কোটি টাকা। গত ১০ জুলাই সিনেমার ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউয়ে একাধিক রূপে ধরা দিয়েছেন শাহরুখ খান। কখনো শাহরুখ খানকে দেখা গেছে বাহুবলির আদলে, কখনো আবার জোকারের আড়ালে। আবার কখনো গোটা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দর্শকদের দিকে তাকিয়ে রয়েছেন তিনি।

আরো পড়ুন: ডিম আগে না মুরগি, অবশেষে জানা গেল আসল উত্তর

শুধু শাহরুখ নয়, নজর কেড়েছেন নয়নতারা এবং দীপিকাও। এক ঝলকে দেখা গেছে বিজয় সেতুপতি এবং সান্য মালহোত্রাকেও। আগামী ৭ সেপ্টেম্বর সারা ভারতবর্ষের জুড়ে প্রেক্ষাপটে মুক্তি পাবে শাহরুখ খানের কাম ব্যাক এই দ্বিতীয় সিনেমা। পাঠানের মতই এটিও কোটি কোটি টাকার ব্যবসা করতে পারবে কিনা তা সময় বলতে পারবে।