দেখুন তো চিনতে পারছেন কিনা এই ছোট বাচ্চা মেয়েটিকে? আজ কাঁপাচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রি! নাম বলা চ্যালেঞ্জের

আজ এমন একজন অভিনেত্রীর(Actress) কথা বলবো যাকে বলিউড তথা দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় সকলেই চেনেন। এই অভিনেত্রী এক সময় এতটাই দারিদ্র্য দৈনদশায় জীবন অতিবাহিত করেছেন, তখন দুবেলা রুটি জোগাড় করাও ভীষণ কষ্ট সাধ্য একটি ব্যাপার ছিল কিন্তু আজ সেই মেয়েটি সিনেমা ইন্ডাস্ট্রির একজন অন্যতম বিখ্যাত নায়িকা এবং ১০০ কোটি টাকার মালিক।

Samantha Prabhu Route

২০১০ সালে গৌতম বাসুদেব মেনন পরিচালিত তেলেগু সিনেমা “ইয়ে মায়া চেসাভে” সিনেমার হাত ধরে অভিনয় জগত শুরু করেছিলেন এই নায়িকা। প্রথম সিনেমাই দুর্দান্ত হিট একটি সিনেমা হিসেবে পরিচিতি লাভ করে এবং তারপর একের পর এক সিনেমায় অভিনয় করার সুযোগ পান অভিনেত্রী। বর্তমানে পবন কল্যাণ, মহেশ বাবু, আল্লু অর্জুনের মত অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই অভিনেত্রী। তবে পরিচিতি লাভ করেছেন ‘” সিনেমার হাত ধরে।

আরো পড়ুন: কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন ৫ সেকেন্ডের মধ্যে পাহাড়ের মাঝখানে লুকিয়ে থাকা মহিলা ও শিশুটিকে খুঁজে বের করতে

এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কোন অভিনেত্রীর কথা বলছি। আমরা কথা বলছি সামান্তা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu)। সামান্থা, চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে স্নাতক পাস করার পর মডেলিং- এর হাত ধরে নিজের ক্যারিয়ার শুরু করেন। কিন্তু ক্যারিয়ারের প্রথম সময়টা একেবারেই সহজ ছিল না। এমন অনেক সময় গেছে যখন সারাদিনে মাত্র একবার খাবার জুটে ছিল অভিনেত্রীর। থাকা খাওয়ার এত সমস্যা থাকার পরেও তিনি পিছু পা হননি।

Samantha Prabhu Route

ফ্লিম কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভীষণভাবে চর্চায় ছিলেন এই অভিনেত্রী। ২০১০ সালে প্রথম সিনেমার সাফল্যের পরেই তিনি নাগা চৈতন্যের (Naga Chaitanya) সঙ্গে ডেটিং শুরু করেন। দীর্ঘ ৭ বছর একে অপরকে ডেট করার পর অবশেষে ২০১৭ সালের ২৯ শে জানুয়ারি বাগদান পর্ব সেরে ফেলেন এই তারকা জুটি। ওই একই বছর ৬ অক্টোবর গোয়াতে হিন্দু রীতি অনুযায়ী এবং ৭ অক্টোবর খ্রিস্টান রীতি অনুযায়ী বিবাহ সম্পন্ন করেন তিনি তাঁরা।

আরো পড়ুন: অপটিক্যাল ইলিউশনের এই ছবিতে একটি বাঘ লুকিয়ে আছে, 99% মানুষ এটি খুঁজে পেতে ব্যর্থ

কিন্তু এত ধুমধাম করে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করার পরেও মাত্র কিছু বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদের দিকে হাঁটতে শুরু করেন এই তারকা জুটি। অবশেষে ২০২১ সালের ৩১ শে জুলাই বিচ্ছেদ হয়ে যায় সামান্তা রুথ প্রভু এবং নাগা চৈতন্যের। বর্তমানে একটি দুরারোগ্য রোগে আক্রান্ত সামান্থা, যার চিকিৎসা চলছে।