গত ১৬ জুন প্রেক্ষাপটে মুক্তি পেয়েছিল আদিপুরুষ (Adipurush), প্রায় ৫০০ কোটি টাকা বাজেট নিয়ে যে সিনেমা এসেছিল প্রেক্ষাপটে, মুহূর্তের মধ্যে তা নিয়ে তৈরি হয় বিতর্ক। চিরাচরিত যেভাবে আমরা দেখে এসেছি রামায়ণের (Ramayan) পৌরাণিক চরিত্র গুলোকে, তার থেকে একেবারে অন্যভাবে চরিত্রগুলিকে সবার সামনে নিয়ে আসা হয়।
কাস্টিং থেকে শুরু করে সংলাপ, সর্বত্র ছড়িয়েছে বিতর্ক। কোনভাবেই রামায়ণের সঙ্গে আদিপুরুষের (Adipurush) মিল খুঁজে পায়নি সাধারণ মানুষ। প্রভাসকে রামের থেকে বেশি বাহুবলী দেখতে লাগছিল, তেমন অন্যদিকে রাবণকে দেখানো হয়েছে আমিষভোজী, যা কখনোই রামায়ণের গল্পে ছিল না।
আরো পড়ুন: যে জলের বোতল কেনেন ২০ টাকা দিয়ে, তা তৈরি করতে কত টাকা খরচ হয় জানেন?
প্রথম সপ্তাহে কোনোভাবেই আদিপুরুষ ব্যাপকভাবে সাফল্য অর্জন করলেও ধীরে ধীরে তা কমতে শুরু করে। দর্শকদের নেতিবাচক প্রভাবের ফলে ৫০০ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হওয়া এই সিনেমা ব্যাপকভাবে মুখ থুবড়ে পরে বক্স অফিসে।
সিনেমার মুক্তির প্রায় তিন সপ্তাহ পরে অবশেষে মানুষের কাছে ক্ষমা চাইলেন লেখক মনোজ মুনতাশি(Manoj Muntashi)। আজ অর্থাৎ শনিবার ৮ জুলাই তিনি হিন্দি এবং ইংরেজিতে একটি নোট লিখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে ক্ষমা চেয়েছেন। পোস্টে লেখা ছিল, আদিপুরুষের দ্বারা যে সমস্ত মানুষ আহত হয়েছেন তাদের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিঃস্বার্থভাবে ক্ষমা প্রার্থী।
তবে ক্ষমা চাইলেও নেটিজেনরা এটিকে খুব ভালোভাবে নেননি। এক নেটিজেন লিখেছেন, “যেখানে প্রথমে বিকৃত ভাষা ব্যবহার করা হয়েছে গোটা সিনেমা জুড়ে, সেখানে হঠাৎ করে এত পরিবর্তন আমাদের অবাক করে দিচ্ছে”। আবার অন্য একজন লিখেছেন, “আপনি যা কাজ করেছেন তা কোন জিহাদির থেকে কম নয়। মুসলিমরা আমাদের মন দিয়ে ভেঙেছে এবং আপনি আমাদের আত্মাকে ভেঙ্গে দিয়েছেন”।
আরো পড়ুন: কেউ লিভার, কেউ কিডনি আবার কেউ চোখ! বলিউডের এই তারকরা মৃত্যুর পর নিয়েছেন নিজেদের অঙ্গ দান করার সিদ্ধান্ত
প্রসঙ্গত, “আদিপুরুষ” সিনেমা মুক্তির এক সপ্তাহের মধ্যে সিনেমার ডায়লগ চেঞ্জ করে দিলেও কোনভাবেই তা পছন্দ করেনি সাধারণ মানুষ। অবশেষে মানুষের কুবের মুখে পরে ক্ষমা চাইতে বাধ্য হলেন সিনেমার লেখক, যদিও তা কার্যকরী হলো না।