রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) ২০২২-২০২৩ সালের একটি সমীক্ষায় উঠে এসেছে, ভারতের উত্তরপ্রদেশ (Uttar Pradesh) রাজ্যে সব থেকে বেশি বিনিয়োগ করা হয়েছে। চলতি অর্থবর্ষে মোট বিনিয়োগ প্রস্তাবের অর্ধেক পেয়েছে মাত্র পাঁচটি রাজ্য। এই পাঁচটি রাজ্যের মধ্যে রয়েছে উত্তর প্রদেশ, গুজরাট, উড়িষ্যা, মহারাষ্ট্র এবং কর্ণাটক।
চলতি অর্থবর্ষে এই তালিকার নিচের দিকে যে রাজ্যগুলি রয়েছে সেগুলি হল যথাক্রমে আসাম, গোয়া, কেরালা, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গ (West Bengal)। চলুন এক এক করে জেনে নেওয়া যাক কোন কোন রাজ্য বিনিয়োগের দিক থেকে কোন নম্বরে রয়েছে।
আরো পড়ুন: মহাকাশে পাঠানো হয়েছে ১৩৬ টি গাছের বীজ, সত্যিই কী মহাকাশে চাষের জন্য বড়সড় পরিকল্পনা করছে ড্রাগনের দেশ চীন
৪৫ প্রকল্পের জন্য উত্তর প্রদেশ পেয়েছে ৪৩১৮০ টাকা। মোট বিনিয়োগের সহায়তার ১৬.২ শতাংশ। এরপরই রয়েছে গুজরাট। গুজরাট বিনিয়োগের ১৪ শতাংশ পেয়েছে যা ৩৭৩১৭ কোটি টাকা। উড়িষ্যা পেয়েছে মোট বিনিয়োগের ১১.৮%। মহারাষ্ট্রের কাছে এসেছে ৭.৯%। কর্নাটক অর্জন করেছে ৭.৩ শতাংশ। এই পাঁচটি রাজ্য মোট পেয়েছে ২০১৭০০ কোটি টাকা।
এবার আসি সর্বনিম্ন রাজ্যগুলির কথায়। আসাম পেয়েছে বিনিয়োগ বিকল্পের মাত্র ০.৭%, গোয়া পেয়েছে ০.৮%, কেরালা ০.৯ শতাংশ এবং হরিয়ানা পেয়েছে মাত্র ১ শতাংশ। বিহার পেয়েছে ১.৭ শতাংশ।
আরো পড়ুন: ল্যান্ডিংয়ের পর চাঁদে কেমন দেখাবে চন্দ্রযানকে, ছবি তৈরি করল AI
গত অর্থবর্ষে মোট ৫৪৭ টি প্রকল্প ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের তরফ থেকে এসেছিল। চলতি বছরে দেশীয় কেন্দ্রীয় ব্যাংকগুলি বিনিয়োগ করেছে মোট ২৬৬৫৪৭ টাকা। আগের আর্থিক বছরে তুলনায় এই বছর ১৪৬ টি প্রকল্প বেশি রয়েছে। মোট প্রকল্পের ব্যয় হয়েছে ১.৪২ লক্ষ কোটি টাকা।