দেশজুড়ে বাড়ানো হবে ইন্টারনেটে স্পিড! ফাইভ জি নিয়ে বড়সড়ো ঘোষনা রিলায়েন্স জিও-র

সম্প্রতি রিলায়েন্স জিও (Reliance Jio) ইনফোকম লিমিটেড অর্থাৎ আইজিআইএল প্রতিটি স্পেকট্রাম ব্র্যান্ডে ২২ টি লাইসেন্স সার্ভিস এরিয়ার সবকটি এলাকায় রোলআউটের কাজ সম্পন্ন করার কথা সম্প্রতি ঘোষণা করেছেন। গত বছরের ১৭ আগস্ট বরাদ্দ হওয়া এই শর্ত সময়ের আগেই সম্পন্ন হয়েছে।আইজিআইএল ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ইউনিটের কাছে পেজ অ্যাপ মিনিমাম রোলআউটের কাজ শেষ করার নির্ধারিত তথ্য জমা করেছে গত ১৯ জুলাই ২০২৩। গত ১১ ই আগস্ট ২০২৩ সমস্ত সার্কেল টেলিকমিউনিকেশন বিভাগের পরীক্ষা-নিরীক্ষার কাজও সম্পন্ন হয়ে গেছে।

আরো পড়ুন: একদিনের আয় ৪ লাখ টাকা, টাটা গ্রুপে সবচেয়ে বেশি বেতন পান এক বাঙালি

জিও লো ব্র্যান্ড, মিড এবং এম এম ওয়েভ স্পেক্ট্রামের মধ্যে একটি অনন্য সমন্বয় তৈরি করেছে। ইন্সপেকট্রাম গুলি ডিপ ফাইবার নেটওয়ার্ক এবং দেশীয় প্রযুক্তি প্ল্যাটফর্ম গুলিকে সংযুক্ত করে যার ফলে জিও 5জি এভরি ওয়ার এবং 5জি ফর অল পরিসেবা প্রদান করতে সক্ষম হয়।জিওর ২২ টি সার্কেলের প্রত্যেকটিতে মিলিমিটার ওয়েভ ব্র্যান্ডে ১০০০ মেগাহার্টজ। এই ওয়েভ ব্র্যান্ডের ফলে কল কারখানা গুলির পাশাপাশি উচ্চমানের স্টিমিং গুলিও এর পরিষেবার সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।

জিও (Jio) ভারতের প্রথম ফাইভ জি নেটওয়ার্ক নিয়ে এসেছিল এবং ইতিমধ্যেই সারা ভারতবর্ষের মধ্যে নিজেদের এই নেটওয়ার্ক করার জন্য অবিরাম পরিশ্রম করে চলেছে সংস্থাটি। এমএম ওয়েব ভিত্তিক জিও নিজেদের ৫জি বিজনেস কানেক্টিভিটি সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য ৭৭ তম “আজাদি কা অমৃত মহোৎসব” উদযাপন করেছে।

আরো পড়ুন: কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন ৫ সেকেন্ডের মধ্যে পাহাড়ের মাঝখানে লুকিয়ে থাকা মহিলা ও শিশুটিকে খুঁজে বের করতে

জিওর এই পরিকাঠামোর কারণে জিও র ৫জি সুযোগ-সুবিধা এম এম ওয়েব ট্রামে অতিরিক্ত একটি মাত্রা যোগ করবে বলে বিশ্বাস সংস্থার। “আজাদি কা অমৃত মহোৎসব” অনুষ্ঠানে যোগদান করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইনফকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন, “উচ্চমানের 5g পরিষেবা প্রসঙ্গে ভারত সরকার সহ সারা দেশবাসীর কাছে আমরা যে অঙ্গীকার করেছিলাম তা আমরা রাখতে পেরেছি। আমরা খুশি ৫g রোলআউটের স্পিডের নিরিখে ভারতকে শ্রেষ্ঠ আসনে বসাতে পেরেছি আমরা”।