মুকেশ আম্বানির (Mukesh Ambani) মালিকানাধীন সংস্থা জিও, দেশের জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক হয়ে উঠেছে। সংস্থাটি ৫জি প্রযুক্তি চালু করেছে। এবার আরো উন্নত প্রযুক্তি আনতে চলেছে জিও (Jio)। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) ৪৬তম বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি, জিও সম্পর্কে এক বিশেষ ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন, বিশ্বের প্রথম সংস্থা হিসেবে ৬জি প্রযুক্তি চালু করতে চলেছে জিও। এর ফলে মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে সারা বিশ্বে নতুন নজির গড়তে চলেছে জিও।
মুকেশ আম্বানি বলেছেন, জিও (Jio) এখন আর শুধুমাত্র একটি টেলিকম অপারেটর হিসাবে পরিচিত নয়, বরং বর্তমানে একটি টেকনোলজি বা প্রযুক্তি সংস্থায় রূপান্তরিত হয়েছে। ভারতের সীমানার বাইরেও উদ্ভাবনী শক্তি ছড়িয়ে দিতে চাইছে জিও প্ল্যাটফর্মগুলি। ভারতে তৈরি প্রযুক্তি বিদেশে রফতানি করাই সংস্থার লক্ষ্য। প্রযুক্তিগত ক্ষেত্রে বিশ্বের প্রথমসারির সংস্থা হয়ে ওঠাই লক্ষ্য। আম্বানি আরও জানিয়েছেন, জিও সংস্থা নিজেরাই যে প্রযুক্তি তৈরি করেছে, তার মাধ্যমে ৫জি নেটওয়ার্কের ব্যবস্থা করতে পেরেছে।
আরো পড়ুনঃ কীভাবে পাবেন আপনার দাবিহীন টাকা, নতুন নিয়ম জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া!
স্ট্যান্ড অ্যালোন ৫জি আর্কিটেকচার, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, নেটওয়ার্ক স্লাইসিং, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নোকিয়া, এরিকসন, স্যামসুংয়ের মতো সংস্থাগুলির সঙ্গে একযোগে সারা ভারতে ৫জি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে জিও। আম্বানি জানিয়েছেন, জিওর ৫জি রেডিওর মাধ্যমে নানা পরিষেবা দেওয়া সম্ভব। মুকেশ আম্বানি আরো জানিয়েছেন যে, জিও দেশব্যাপী ৫জি নেটওয়ার্ক চালু করতে নোকিয়া (Nokia), এরিকসন এবং স্যামসাংয়ের মতো সংস্থাগুলির সাথে অংশীদারিত্ব করেছে।
আরো পড়ুনঃ দেশের সবচেয়ে ক্ষুদ্রতম রেলপথ,দূরত্ব মাত্র ৯ km! ভাড়া আকাশ ছোঁয়া
২০২২ সালের অক্টোবরে চালু হয় জিও ৫জি। তারপর ৯ মাসের মধ্যেই সারা দেশে ছড়িয়ে পড়েছে এই প্রযুক্তি (Technology)। দেশের ৯৬ শতাংশেরও বেশি অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে জিও ৫জি। এই বছরের ডিসেম্বরের মধ্যে দেশের বাকি অংশেও জিও ৫জি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিশ্বের খুব কম দেশেই এভাবে ছড়িয়ে পড়েছে ৫জি প্রযুক্তি। এক্ষেত্রে নতুন নজির গড়েছে জিও।