বাড়ি বাড়ি একদম ফ্রি-তে WiFi দিচ্ছে Reliance Jio, সঙ্গে থাকছে একাধিক ধামাকা অফার

জিও (Jio) এয়ার ফাইবার পরিষেবা সারা ভারতবর্ষের জুড়ে চালু হয়েছে গত গণেশ চতুর্থীর দিন। এই পরিষেবার মধ্যে গ্রাহকরা পাবেন হাই স্পিড ইন্টারনেট এবং ওয়াইফাই কানেকশনের সমস্ত সুযোগ সুবিধা। জিও ফাইবারের থেকেও বেশি দ্রুত ইন্টারনেট পরিষেবা পাবেন গ্রাহকরা জিও এয়ার ফাইবারের অধীনে।

জিও এয়ার ফাইবার চালু হবার সাথে সাথে জিও ফাইবারে রিচার্জ প্ল্যান গুলি সম্পর্কে আমাদের অবগত করিয়েছেন সংস্থা। এই প্ল্যানগুনির মধ্যে বেশ কিছু নতুন অফারও নিয়ে এসেছে জিও। জিও এয়ার ফাইবারের ক্ষেত্রেও বেশকিছু নতুন অফার এনেছে সংস্থা,চলুন সেগুলি জেনে নেওয়া যাক।

আরো পড়ুন: চাঁদের মাটি হাতে পেলেই বদলে যাবে ভারতের ভাগ্য! জানুন চাঁদে কী কী কাজ করবে চন্দ্রযান ৩

যে কোনো টেলিকম সংস্থার প্রিপেড ওয়াইফাই পরিষেবা নেওয়ার সময় একটি ইনস্টলেশন চার্জ দেওয়া হয়। জিও ফাইবারের প্রিপেড প্ল্যান যদি আপনি কিনে থাকেন সে ক্ষেত্রে ইনস্টলেশন করা এবং ওয়াইফাই রাউটারের মধ্যে সরঞ্জাম কেনার জন্য আপনাকে দিতে হবে ১৫০০ টাকা।তবে আপনি যদি এয়ার ফাইবার পোস্টপেড ব্রডব্যান্ড প্ল্যান বেছে নেন সে ক্ষেত্রে আপনাকে কোন ইনস্টলেশন চার্জ দিতে হবে না।

তবে ইনস্টলেশন চার্জ বা সিকিউরিটি ডিপোজিট না দিতে হলেও এয়ার ফাইবার প্ল্যান নেওয়ার সাথে সাথে আপনাকে ৬ মাসের রিচার্জ করতে হবে ন্যূনতম। অর্থাৎ গ্রাহকরা যাতে ৬ মাস একটানা wi-fi ব্যবহার করে সেটাই নিশ্চিত করতে চাইছে সংস্থা। প্রিপেড প্ল্যান হলে গ্রাহকরা নিজের ইচ্ছামত রিচার্জ করতে পারবেন কিন্তু পোস্টপেইড প্ল্যানের ক্ষেত্রে একটানা ছয় মাস রিচার্জ করতেই হবে আপনাকে। পোস্টপেড প্ল্যান নিলে তবেই ইনস্টলেশন খরচ এবং ওয়াইফাই রাউটার কেনার ক্ষেত্রে কোন অর্থ দিতে হবে না আপনাকে।

আরো পড়ুন: এখনই থেমে থাকবে না ISRO, চাঁদের পর এবার লক্ষ্য সূর্য, আরো একটি ইতিহাস গড়ার পথে ভারত

এবার চলুন জানা যাক, জিও এয়ার ফাইবারে কি কি সুযোগ সুবিধা পাবেন আপনি…..

জিও আর ফাইবারের সবথেকে সস্তার পোস্টপেইড প্ল্যান হলো ৩৯৯ টাকার। এতে আপনারা ৩০ Mbps গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করার সুযোগ সুবিধা পাবেন। আপনি যদি ৬ মাসের আনলিমিটেড ডেটা ব্যবহার করতে চান সে ক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে ২,৩৯৪ টাকা, জি এস টি আলাদাভাবে দিতে হবে ১৮%। এক্ষেত্রে হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের জন্য আপনার ৫০০ টাকা খরচ কম হচ্ছে যদি আপনি বেশি দিনের ইন্টারনেট পরিষেবা গ্রহণ করেন। এছাড়া ইনসলেশন চার্জ এবং ওয়াইফাই কানেকশনের জন্য কোন অর্থ দিতে হচ্ছে না আপনাকে।