RBI এর বড় ঘোষণা, গুগল পে ফোন পে-র নিয়মে বড়সড়ো পরিবর্তন, না জানলে পড়বেন বড়সড়ো সমস্যায়

বর্তমান যুগে সারা দেশে বেশিরভাগ মানুষ গুগল পে, ফোন পের মতো থার্ড পার্টি অ্যাপগুলোর মাধ্যমে ডিজিটাল লেনদেন করেন। গত কয়েক বছর ধরে কেন্দ্রের এই ইউপিআই ভাবনা দেশের আর্থিক লেনদেনে যে বিপ্লব এনেছে, তা অনস্বীকার্য। এই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে আরো একটি নাম, যেটি হলো ইউপিআই লাইট। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবং আরবিআই ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ইউপিআই লাইট চালু করেছিল।

আরো পড়ুন: দেখুন তো চিনতে পারছেন কিনা এই ছোট বাচ্চা মেয়েটিকে? আজ কাঁপাচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রি! নাম বলা চ্যালেঞ্জের

এটি ইউপিআই (UPI) পেমেন্ট সিস্টেমের একটি সরলীকৃত সংস্করণ। বর্তমানে দেশে যে অ্যাপগুলোর মাধ্যমে ইউপিআই লেনদেনে সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে, সেই তালিকায় রয়েছে গুগল পে, ফোন পে, পেটিএম প্রভৃতির মতো অ্যাপ। এই অ্যাপগুলিতে ইতিমধ্যেই ইউপিআই লাইট ফিচার দেওয়া রয়েছে। স্বল্প টাকা লেনদেনের জন্য বর্তমানে ইউপিআই লাইটের জুড়িমেলা ভার। এই ইউপিআই লাইটে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ লেনদেন করতে কোনো পিন নম্বর দিতে হয় না।

এই লেনদেনের আর্থিক সীমা এতদিন পর্যন্ত ছিল ২০০ টাকা, তবে আরবিআই (RBI) এই নিয়মে কিছু পরিবর্তন করেছে। ইউপিআই লাইট চালু করা হয়েছিল যাতে ব্যবহারকারীরা ব্যাঙ্কের দিক থেকে প্রসেসিং কাজ না করলেও কোনো সমস্যায় না পড়েন সেই উদ্দেশ্যে। যে কোনো ইউপিআই ব্যবহারকারী এই ইউপিআই লাইট ফিচারটিকে ব্যবহার করতে পারেন। ইউপিআই থেকে প্রতিদিন ১ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যায়।

আরো পড়ুন: মুক্তি মিলবে প্রতি মাসে রিচার্জের হাত থেকে, টানা ৬ মাসের বৈধতা সহ নতুন প্ল্যান নিয়ে হাজির BSNL

ইউপিআই লাইট (UPI Light) ব্যবহারকারীরা এখন ইউপিআই পিন নম্বর ছাড়াই ৫০০ টাকার লেনদেন করতে পারবেন, যা আগে ছিল ২০০ টাকা। আরবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে, ইউপিআই লাইটের মাধ্যমে নিয়ার-ফিল্ড প্রযুক্তি ব্যবহার করে ইউপিআইতে অফলাইন পেমেন্ট শুরু হবে। এর ফলে ইউপিআই লাইটের মাধ্যমে অফলাইন পেমেন্ট করা যাবে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস আশা প্রকাশ করে জানিয়েছেন, এই উদ্যোগের পর দেশে ডিজিটাল পেমেন্টের প্রসার আরো বৃদ্ধি পাবে।