পরিবেশকে দূষণমুক্ত রাখতে বর্তমানে বৈদ্যুতিক বাইক চালানোর কথা বলা হচ্ছে। এই কারণে একাধিক বৈদ্যুতিক বাইক বর্তমানে চালু করা হয়েছে দেশে। এবার সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক বাইক নিয়ে এলো টাটা (Ratan Tata) ইন্টারন্যাশনাল লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান স্ট্রাইডার। সংস্থাটি ভারতীয় বাজারে নতুন বৈদ্যুতিক বাইক স্ট্রাইডার জিটা (Stryder Zeeta) চালু করেছে।
আরো পড়ুন: ভারতীয় রেলের বড় উদ্যোগ, শুরু হল ভারত কোচ রেস্তোরাঁ মিলবে স্পেশাল নিরামিষ থালি থেকে মাটন হান্ডি পর্যন্ত
এই বাইকে আকর্ষণীয় লুক এবং শক্তিশালী ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এমনকি এর দামও একেবারে নাগালের মধ্যেই। আসুন এই বাইকের সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। এই বৈদ্যুতিক (Electric) বাইকে ৩৬ ভি ২৫৯ ডব্লিউ বিএলডিসি হাব মোটর রয়েছে। এই বাইকের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৩ থেকে ৪ ঘণ্টা। সম্পূর্ণ চার্জ হয়ে গেলে ৪০ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে পারে।
Ratan Tata সংস্থার দাবি, এই বাইক সবরকম রাস্তার জন্য আরামদায়ক এবং এই বাইকে করে প্রতি কিলোমিটার যেতে খরচ হবে মাত্র ১০ পয়সা। এই বাইকের সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘন্টা। স্ট্রাইডার জিটা (Stryder Zeeta) একটি স্টিলের হার্ডটেইল ফ্রেমে তৈরি করা হয়েছে, যা হালফিলের ফ্যাশনের। শক্তিশালী অটো-কাট ব্রেক এবং উভয় প্রান্তে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক।
আরো পড়ুন: ৬০ বছর বয়সেও দেখতে লাগেন ২৫ এর ! যৌবন ধরে রাখতে রোজ এই ছোট্ট কাজটি করে থাকেন নীতা আম্বানি
দেশজুড়ে এই সংস্থার ৪,০০০টি রিটেল স্টোর রয়েছে। স্ট্রাইডারের (Stryder) অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি হচ্ছে এই বাইক। এই জিটা প্লাস বাইকের দাম ২৬,৯৯৫ টাকা। এই বাইকটি দুটি রঙে উপলব্ধ, যেমন গ্রিন এবং গ্রে।