শেয়ারে বিনিয়োগকারীদের জন্য এবার এক বিপুল লাভবান হওয়ার সুযোগ। বর্তমান সময়ে দাঁড়িয়েছে সেনসেক্স( Sensex) ও লাইফটাইম হাই রয়েছে।বাজার একদম চাঙ্গা। এরই মধ্যে টাটা( Ratan Tata) গ্রুপের একাধিক শেয়ার যে সমস্ত বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন তাঁরা দুর্দান্ত রির্টান পাচ্ছেন।
টাটা গ্রুপের শেয়ার গুলির মধ্যে টাটা মোটরসের(Tata morors) শেয়ারের দাম অনেকাংশ বেড়ে গিয়ে যা একপ্রকার রেকর্ড সৃষ্টি করেছে। গত শুক্রবার টাটা মোটরস ৪ শতাংশ বেড়ে দাম দাঁড়িয়েছে ৬২৪.৬৫ টাকা। টাটা মোটরসের লং টার্ম ইনভেসমেন্ট এর জন্য বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরো পড়ুন: যে জলের বোতল কেনেন ২০ টাকা দিয়ে, তা তৈরি করতে কত টাকা খরচ হয় জানেন?
আগামীদিনে এই দাম আরো বৃদ্ধি পাবে তবে সমস্তটাই সম্ভব হয়েছে জাগুয়ার ল্যান্ড রোভার(JLR) বিক্রি সাপোর্ট পাওয়াতে। গত এক বছর আগেও এই কোম্পানির শেয়ারের ইউনিট ছিল ৭৯৬০৬ ইউনিট। এ বছর কোম্পানির ইউনিট দাড়িয়েছে ৮০,৩৮৩ ইউনিট অর্থাৎ মার্কেট ক্যাপ বৃদ্ধি পেয়েছে ২ লক্ষ কোটি টাকা।
২০২২ সালে টাটা মোটরসের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ৩৭৫.৫০ টাকা। তবে এ বছর টাটা মোটরস শেয়ারটি ৫২ শতাংশ বেড়েছে যা গত তিন বছরের হিসাব অনুযায়ী দেখলে ৪৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেয়ার দাম আগের অর্থ বর্ষের তুলনায় এ বছর বেশী। বিদেশী বাজারেও টাটা মোটরসে বিক্রির পরিমাণ বেড়েছে ৮৩ শতাংশ। টাটা মোটরসের পরিসংখ্যান বলছে গত তিন মাসে তাদের অর্ডার করেছে যে সমস্ত ক্লায়েন্ট তাদের সংখ্যা হল ১ লাখ 85 হাজার, যার জোরে কোম্পানি অনেকটাই শক্তিশালী হয়েছে।
আরো পড়ুন: কোন দেশে দেওয়া হয় সবচেয়ে বেশি সরকারি ছুটি! ভারতের স্থানই বা কত নম্বরে? তালিকা দেখে চমকে যাবেন আপনি
টাটা মোটরস (Ratan Tata) শেয়ারের দাম ছিল ৬০৬ টাকা যা আগের সর্বোচ্চ দাম কিন্তু গত ৭ই জুলাই এই দামকে টেক্কা দিয়েছে টাটা মোটরস। সমস্তটাই সম্ভব হয়েছে জাগুয়ার ল্যান্ড রোভার হোলসেল বিক্রির পরিমাণে। গত তিন মাসে যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেই জানা গিয়েছে। টাটা মোটরস যে শেয়ারে বিনিয়োগকারীদের নিরাস করবেন না তা বেশ স্পষ্ট। তাই বিশেষজ্ঞদের মত আগামী দিনের কথা ভেবেই টাটা মোটরস শেয়ার চিন্তাভাবনা হোক।