ব্যান্ড বাজা বারাত – সিনেমায় রণবীর সিংহ এবং অনুষ্কা শর্মার জুটি ভীষণ পছন্দ করেছিলেন সকলে। এই সিনেমাটির রণবীরের প্রথম সিনেমা ছিল এবং এই সিনেমায় রণবীরের(Ranveer Singh) বিপরীতে অভিনয় করেছিলেন অনুষ্কা(Anushka Sharma)। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছিল।
ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই এই দুটি নিয়ে সকল মহলে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা। অনেকেই ভেবেছিলেন রণবীরের সঙ্গে অনুষ্কা পরবর্তী সময়ের সম্পর্ক তৈরি হবে, কিন্তু তা হয়নি। যদিও পরবর্তীকালে লেডিস ভার্সেস ভিকি বহেল, দিল ধড়কনে দো, সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন এই জুটি।
আরো পড়ুন: প্রেমিকদের সাথে দীর্ঘদিন চুটিয়ে সহবাস, তবুও ৪০ পেরিয়েও অবিবাহিত আজ বলিউডের এই ৫ অভিনেত্রীরা
সম্প্রতি সিমি গ্রেওয়ালের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। অনুষ্ঠানে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে অভিনেত্রী বলেন, আমরা একে অপরের খুব ভালো বন্ধু। আমাদের সম্পর্কটা ভীষণভাবে অদ্ভুত। আমরা একে অপরকে খুন করে ফেলতে পারি এবং এটা একেবারে সত্যি কথা। রণবীর ভীষণ বাস্তববাদী এবং আমি পুরোপুরি আলাদা। তো খুবই আকর্ষণীয় পুরুষ কিন্তু ওর সঙ্গে থাকতে গেলে ওকে শান্ত করতে জানতে হবে যেটা আমার পক্ষে সম্ভব নয়। আমরা দুজনেই ভালো মানুষ কিন্তু কোন সম্পর্কে জড়িয়ে পড়ার মতো মানসিকতা আমাদের নেই।
আরো পড়ুন: একবার স্থির তো একবার চলমান, ছবিটি দেখে চোখ ধাঁধিয়ে যাবে আপনার
প্রসঙ্গত, এই মুহূর্তে যেমন অনুষ্কা বিরাট কোহলিকে বিয়ে করে সুখে সংসার করছেন তেমন অন্যদিকে রণবীর সিং দীপিকা পাড়ুকোনকে বিয়ে করে সংসার করছেন সুখে। এখন আপাতত দুজনেই নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। একদিকে যেমন রণবীর তার আগত সিনেমা “রকি ওর রানী কি প্রেম কাহানি”, নিয়ে ভীষণভাবে ব্যস্ততা অন্যদিকে অনুষ্কা ব্যস্ত “চাকদাহ এক্সপ্রেস” সিনেমা নিয়ে। এই সিনেমায় প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী পর্দায় তুলে ধরবেন অনুষ্কা।