একের পর এক ফ্লপ সিনেমা, ডুবতে বসেছিল ক্যারিয়ার! ২০১৮ সালে আসা সিনেমার এই জেরেই রাতারাতি বদলে যায় ভাগ্য

প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের (Rishi Kapoor) ছেলে রণবীর কাপুর (Ranbir Kapoor) তাঁর বাবার পথ অনুসরণ করে নিজেকে একজন সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং আজ তাঁর নাম বলিউডের (Bollywood) বিখ্যাত অভিনেতাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ নামক সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন রণবীর। বলিউডের বিখ্যাত অভিনেতা রণবীর কাপুরের ক্যারিয়ারে উত্থান পতন লক্ষ করা গেছে। ২০০৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রণবীরের ক্যারিয়ার দুর্দান্ত ছিল, কিন্তু ২০১৩ সাল থেকে তিনি বক্স অফিসে তেমনভাবে আর সফলতা পাননি।

আরো পড়ুন: ভুলে যান তৎকাল টিকিটের চিন্তা! সফরের ২ দিন আগেও মিলবে ট্রেনের কনফার্ম টিকিট,মাথায় রাখুন এই পদ্ধতি

আজ আমরা আপনাদের রণবীরের (Ranbir Kapoor) সাথে সম্পর্কিত এমনই একটি কথা বলতে চলেছি, যা জানলে আপনিও অবাক হবেন। রণবীরের প্রথম সিনেমা বক্স অফিসে (Box office) তেমন সফলতা পায়নি, কিন্তু এই সিনেমাটির মাধ্যমে তিনি দর্শকদের মধ্যে অসাধারণ পরিচিতি পেয়েছিলেন। এই সিনেমার বিষয়বস্তু মানুষ পছন্দ করেননি, কিন্তু রণবীরের অভিনয় সর্বক্ষেত্রে প্রশংসিত হয়েছিল। এররপরে রণবীর ‘বাচনা অ্যা হাসিনো’, ‘ওয়েকআপ সিড’, ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘রকেট সিংহ’ এবং ‘রাজনীতি’ নামক সিনেমায় অভিনয় করে মানুষের মন জয় করেছিলেন।

Ranbir Kapoor

সাওয়ারিয়া’ (Saawariya) নামক সিনেমার পর তিনি পরপর হিট সিনেমা উপহার দেন এবং তাঁর ক্যারিয়ার উন্নতির শিখরে পৌঁছায়। তাঁকে বলিউডের শীর্ষ তারকাদের মধ্যে গণ্য করা হয়, কিন্তু ২০১৩ সাল থেকে তিনি বক্স অফিসে তেমন সফল হতে পারেননি। ‘বেশারম’, ‘রয়’, ‘বোম্বে ভেলভেট’, ‘তামাশা’ এবং ‘জগ্গা জাসুস’ প্রভৃতির মতো পরপর ফ্লপ সিনেমার তাঁর কেরিয়ারকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সেই সময় সবাই মনে করেছিলেন যে, সম্ভবত রণবীর কাপুরের ফিল্ম কেরিয়ার শেষ হতে চলেছে, কিন্তু তারপরে ২০১৮ সালে ‘সঞ্জু’ নামক সিনেমার মাধ্যমে তিনি তাঁর হারানো স্টারডম ফিরে পান।

আরো পড়ুন: চাপ বাড়লো গ্রাহকদের! এবার এই ২ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করলো RBI

রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ (Sanju) নামক সিনেমাটি রণবীরকে বক্স অফিসে পুনরায় বিখ্যাত করে তোলে। আপনাদের জানিয়ে রাখি, বক্স অফিস ইন্ডিয়ার পরিসংখ্যান অনুসারে, রণবীরের ‘সঞ্জু’ নামক সিনেমাটি ২০১৮ সালের সর্বোচ্চ আয় করা সিনেমা। এই সিনেমার পর রণবীরের কেরিয়ার আবার উন্নতির শিখরে পৌঁছায়। তাঁর ‘ব্রহ্মাস্ত্র’ নামক সিনেমাটি আয়ের দিক থেকে বক্স অফিসে অন্যদের থেকে অনেক এগিয়ে ছিল। তাঁর শেষ সিনেমা ‘তু ঝুথি ম্যায় মক্কর’ দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে।