একদিকে যেমন একাধিকবার বিতর্কে সম্মুখীন হচ্ছে ওম রাউত পরিচালিত “আদিপুরুষ”(Adipurush) তেমন অন্যদিকে আরো একবার মানুষের মুখে ফিরে আসছে রামানন্দ সাগরের রামায়ণের (Ramayana) প্রশংসা। কিভাবে সেই ধারাবাহিকের রামায়ণকে সকলের সামনে তুলে ধরা হয়েছে তা বারবার youyube বা facebook পেজে তুলে ধরছেন ইউটিউবাররা। এবার এই জনপ্রিয়তার কথা মাথায় রেখে আরো একবার রামানন্দ সাগর পরিচালিত “রামায়ণ” আসতে চলেছে টেলিভিশনে।
জনপ্রিয় টিভি শো রামায়ণ ধারাবাহিকের প্রযোজক শিমারু টিভির তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে সম্প্রতি। আগামী ৩ জুলাই থেকে আরো একবার টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পাবো রামানন্দ সাগর পরিচালিত “রামায়ণ” ধারাবাহিকটি। জনপ্রিয় এই ধারাবাহিকে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল, সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া, লক্ষণের ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল লাহিড়ী। এই অভিনেতা-অভিনেত্রী নিজের চরিত্রে এতটাই অনন্য অভিনয় করেছিলেন যে সেই সময় সারা ভারতবর্ষের মানুষ রামায়ণের চরিত্রে এই মানুষগুলি ছাড়া অন্য কাউকে ভাবতে পারতেন না।
আরো পড়ুন: বাপ বদলে হয়েছে লঙ্কা! সংলাপ বদলে কতখানি লক্ষীলাভ করলেন আদিপুরুষের নির্মাতারা?
সম্প্রতি শিমারু টিভির তরফ থেকে ধারাবাহিকটির টিজার পোস্ট করে লেখা হয়, সকল প্রিয় দর্শকদের জন্য আমরা নিয়ে এসেছি বিশ্ব বিখ্যাত পৌরাণিক ধারাবাহিক রামায়ণ। আগামী ৩ জুলাই থেকে ঠিক সন্ধে সাড়ে সাতটায় প্রত্যেকদিন এই ধারাবাহিক দেখতে পাবেন আপনার প্রিয় টিভি চ্যানেল শিমারু টিভিতে। কোন প্লাটফর্মে কত নম্বর চ্যানেলে এই ধারাবাহিক আপনি দেখতে পাবেন তাও বিস্তারিত লেখা আছে পোস্টে।
আরো পড়ুন: বিখ্যাত দক্ষিণী অভিনেতা প্রভাসকে দেখে সংলাপ ভুলে গিয়েছিলেন আদিপুরুষ সিনেমার বিভীষণের স্ত্রী!
পোস্টটি শেয়ার করার সাথে সাথে জনগণের মধ্যে আরও একবার এই ধারাবাহিক নিয়ে কৌতূহল এবং উত্তেজনা বেড়েছে। এক সময় ঠিক এইভাবে সন্ধ্যে সাড়ে সাতটায় রামায়ণ ধারাবাহিক দেখতে সপরিবারে বসে যেতেন ভারতের প্রত্যেক পরিবারের মানুষ। ভালোবাসার প্রবণতা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে রামায়ণের চরিত্রকে রাস্তাঘাটে দেখেও তাদের প্রণাম করতেন সাধারণ মানুষ। এই ধারাবাহিকের টেলিকাস্ট আরো একবার আদিপুরুষকে সমস্যায় ফেলে দেবে বলে মনে করছেন সমালোচকদের একাংশ।