৯০ দশকের টলিউড(Tollywood)অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ৫০ বছর পেরিয়ে গেলেও যেভাবে নিজেকে ধরে রেখেছেন তিনি সত্যি প্রশংসার যোগ্য। দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে প্রত্যেকদিন অভিনেত্রীকে দেখলে বোঝা যায় না তার বয়স কত। রচনা বন্দ্যোপাধ্যায়ের( Rachana Banerjee)সমসাময়িক অভিনেত্রীরা যখন বয়সের ভারে ঋজু হয়েছেন তখন রচনা ব্যানার্জি এখনো স্বমহিমায় দিদি নাম্বার ওয়ান (Didi no 1) সঞ্চালনা করে চলেছেন।
রচনা বন্দ্যোপাধ্যায়ের এই অপরূপ সৌন্দর্য দেখে বহু মানুষ বহুবার পড়াশোনা করেছেন কি এমন রুটিন মেনে চলেন অভিনেত্রী যার ফলে তিনি এখনো এত সুন্দর এবং মোহময়ী? নায়িকাকে সামনে পেয়ে অনেক মানুষ এই প্রশ্ন করেছেন কিন্তু নায়িকা তা এড়িয়ে গেছেন কিন্তু এবার সংবাদ মাধ্যমের সামনে ধরা দিয়ে নিজের সেই সিক্রেট টিপস শেয়ার করলেন তিনি।
আরো পড়ুন: সালমান খানের মেয়ে থাকলে কেমন দেখতে হতো? কৃত্রিম বুদ্ধিমত্তা বানালো ছবি
নায়িকা বলেন, তিনি প্রথম থেকেই ঘরোয়া উপাদান দিয়ে রূপচর্চা করতে পছন্দ করেন। ঘরোয়া উপাদান বলতে তিনি দই, গোলাপের পাপড়ি, কাঁচা হলুদ, নিম ব্যবহার করেন প্রত্যেকদিন। ক্যামেরার সামনে যেহেতু চড়া আলোর সামনে অনেকটা সময় কাটাতে হয় এবং তার ওপর চড়া মেকআপ করে থাকতে হয় তাই ত্বক ভালো রাখার জন্য তিনি ঘরোয়া টোটকার উপর ভরসা রাখেন। প্রত্যেকদিন নিজের হাতে নিজের ফেসপ্যাক তৈরি করেন তিনি।
তবে এবার নিজের সেই সিক্রেট সকলের কাছে নিয়ে আসার জন্য তিনি বাজারে আনলেন প্রসাধনী সংস্থা রচনা জ কেয়ার। সোমবার এই সংস্থার আনুষ্ঠানিক সূচনা হলো। রচনার এই সংস্থায় মোট সাতটি সামগ্রী এখনো পর্যন্ত বাজারে এসেছে। এর মধ্যে রয়েছে নাইট ক্রিম, সানস্ক্রিন, জেল, ব্যাথার তেল। এই প্রোডাক্টগুলি নারী-পুরুষ উভয়ে ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক উপায়ে তৈরি এই উপাদান গুলি ব্যবহার করলে কোন সাইড এফেক্ট হবে না বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
আরো পড়ুন: দক্ষিণের এই ৫ সুপারস্টারের পড়াশোনার দৌড় দেখে লজ্জা পাবে একাধিক বলিউড তারকা
প্রতিযোগিতার বাজারে নিজেকে টিকিয়ে রাখতে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার সমস্ত প্রোডাক্ট ঘরোয়া ভাবে তৈরি। এই প্রোডাক্টে কোন কৃত্রিম উপাদানের ছোঁয়া নেই। যদি সকলের মনে হয় আমি একটু হলেও নিজের ত্বকের যত্ন নিতে পেরেছি তাহলে একবার হলেও এই প্রোডাক্ট গুলি ব্যবহার করে দেখবেন।