নাম (Name) হলো প্রতিটি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নামের দ্বারা সেই ব্যক্তির পরিচয় নির্ধারিত হয়। এমন পরিস্থিতিতে, আমরা যদি বলিউড (Bollywood) তারকাদের কথা বলি, তবে তাদের নাম নিয়ে তাদের ভক্তদের মধ্যে প্রচুর ক্রেজ রয়েছে। এমন অনেক তারকা আছেন, যারা তাদের নাম নিয়ে সারা বিশ্বে বিখ্যাত, অথচ বাস্তবে তা তার আসল নাম নয়। আজ আমরা আপনাদের এমন কিছু বলিউড তারকাদের কথা বলতে চলেছি, সিনেমা জগতে এক নামে পরিচিত হলেও বাস্তব জীবনে তাদের নাম অন্য।
আরো পড়ুন: পরিবারের সবাই বিনোদন জগতের সাথে যুক্ত থাকলেও মেয়ে রাহাকে অন্য পেশায় নিয়ে আসতে চান আলিয়া
অক্ষয় কুমার (Akshay Kumar) : হিন্দি সিনেমার সুপারস্টার খিলাড়ি কুমার নামে বিখ্যাত অক্ষয় কুমারের বাস্তব জীবনের নাম রাজীব হরি ওম ভাটিয়া। এই নাম সম্পর্কে তাঁর ভক্তরা অনেকেই জানেন না।
সাইফ আলি খান (Saif Ali Khan) : বিখ্যাত অভিনেতা সাইফ আলি খানের আসল নাম সাজিদ আলি খান পতৌদি, যা অনেকে জানেন না।
প্রভাস (Prabhas) : বাহুবলী খ্যাত দক্ষিণী সুপারস্টার প্রভাসের ভক্তসংখ্যা অগণিত। মানুষ তাঁকে প্রভাস ও বাহুবলী বললেও বাস্তব জীবনে তাঁর আসল নাম উৎপলপতি ভেঙ্কটা সূর্যনারায়ণ প্রভাস রাজু।
আরো পড়ুন: রণবীর নয় বরং এই বলিউড অভিনেতাকে আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখতে চেয়েছিলেন বনশালি, শেষ মুহূর্তে হয় প্ল্যান চেঞ্জ
গোবিন্দ (Govinda) : বিখ্যাত অভিনেতা গোবিন্দ বলিউডে ডেবিউ করার আগে অরুণ আহুজা নামে পরিচিত ছিলেন।
সূর্য (Surya) : দক্ষিণী সিনেমার সুপারস্টার সূর্য আজ নিজস্ব পরিচিতি তৈরি করেছেন। আপনাদের জানিয়ে রাখি যে, সূর্যের আসল নাম শ্রবণন শিবকুমার।
বাদশা (Badshah) : বলিউড র্যাপার বাদশাকে সকলেই চেনেন। বাদশার আসল নাম আদিত্য প্রতীক সিংহ সিসোদিয়া।
শিল্পা শেঠি (Shilpa Shetty) : বলিউডের হট এবং সেক্সি অভিনেত্রী শিল্পা শেঠি। তিনি অভিনয়ের পাশাপাশি তাঁর ফিটনেসের জন্যও পরিচিত। শিল্পা নামে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচয় তৈরি করলেও বাস্তব জীবনে তাঁর নাম অশ্বিনী শেঠি।
প্রীতি জিনতা (Preity Zinta) : বলিউডের ডিম্পল গার্ল প্রীতি জিনতার আসল নাম প্রীতম সিং জিনতা।
কিয়ারা আদভানি (Kiara Advani) : বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিয়ারা নামে পরিচিত হলেও তাঁর আসল নাম আলিয়া আদভানি। তাঁর নাম পরিবর্তনের কারণ হলো, কিয়ারা যখন বলিউডে প্রবেশ করেছিলেন, তখন আলিয়া ভাট ইতিমধ্যেই তাঁর পরিচিতি তৈরি করে ফেলেছেন। এমতাবস্থায়, কিয়ার তাঁর আলিয়া নামটি পরিবর্তন করে কিয়ারা রাখেন।