একটি মাছের দামে কেনা যাবে আস্ত ফ্লাট! বিশ্বের সবচেয়ে দামি মাছ, খাবার আগে স্বয়ং দু’বার ভাববেন মুকেশ আম্বানিও

বাঙালি মানেই মৎস্য প্রিয় একজন মানুষ। মাছ(Fish) মানেই আমরা জানি ইলিশ, ভেটকি, ভোলা,রুই,কাতলা। বর্ষাকাল আসতে না আসতেই ইলিশ মাছের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বাঙালিরা। সবথেকে চড়া দামের মাছ বলতে আমরা চিনি ইলিশ অথবা ভেটকিকে। কিন্তু আজ আমরা আলোচনা করব বিশ্বের সবথেকে দামি(Expensive)মাছের সম্পর্কে।

এই মাছটির নাম প্লাটিনাম আরওয়ানা (Platinum Arowana), যাকে অনেকে বলেন হোয়াইট আরওয়ানা(White Arowana)। মাছটি দেখতে পুরো সাদা রঙের। এটি একটি গ্রীষ্মকালীন দেশের স্বাদু জলের মাছ। এশিয়া ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া যায় এই মাছটিকে, যেখানে এই মাছটি ড্রাগন মাছ নামেও পরিচিত।

আরো পড়ুন: ধারে পাশে নেই আলিয়া-ঐশ্বর্য, বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দীপিকার বার্ষিক আয় জেনে কপালে উঠবে চোখ

মাছটির দেখতে পাওয়া যায় মূলত সোনালী, রুপালি অথবা ধূসর রঙের। এই মাছটি অনেক লম্বা এবং পাতলা আকৃতির হয়, শরীর হয় খুব মসৃণ। মাছগুলি জলের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে ভেসে বেড়াতে পারে। লম্বায় প্রায় তিন ফুট হয় এই মাছ। এই মাছের প্রধান খাবার সাপ, পাখি, ইঁদুর, অন্যান্য মাছ।

এই মাছটি একটি শক্তিশালী সাঁতারু এবং শিকারি মাছ হিসাবে পরিচিত। খুব দ্রুত এবং সামান্য সনাক্তকরণ ছাড়াই শিকারের খুব কাছাকাছি যেতে পারে এই মাছ। এবার আসি দামের কথায়। এই মাছের বাজার মূল্য প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা। কোন কোন ক্ষেত্রে ৩ কোটি টাকাও হতে পারে। সাধারণ মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে এই মাছের ধারে কাছেই আসা অসম্ভব।

আরো পড়ুন: বাড়িতে বসেই দুর্দান্ত রোজগারের সুযোগ দিচ্ছে SBI, এইভাবে করতে পারবেন আবেদন

বিশ্বের বিভিন্ন জায়গায় এই মাছ কেনা স্ট্যাটাস সিম্বল রূপে মনে করা হয়। অনেকেই এই মাছটি নিজের অ্যাকোরিয়ামে রাখলে নিজের প্রতিপত্তি প্রমাণিত করতে পারেন। এই মাছটি যখন বিক্রি করা হয় অথবা নিলামে তোলা হয় তখন তাবড় তাবড় ধনকুবের কোটি কোটি টাকার বিনিময়ে এই মাছ কিনতে কার্পণ্য বোধ করেন না। এখনো পর্যন্ত ভারতীয় মুদ্রায় ৩ কোটি টাকার বিনিময়ে এই মাছ কেনা হয়েছে।