সাধারণত মানুষ মনে করেন যে, বলিউডে (Bollywood) তারকা সন্তানদের পথ অনেক মসৃণ। তাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছতে তেমন কোনো কষ্ট করতে হয় না। তারা একাধিক বার ব্যর্থ হয়েও একের পর এক সুযোগ পেয়ে যান। স্বজনপোষণ নিয়ে এই বিতর্ক বহুদিনের, তবে এমনও অনেক তারকা আছেন, যারা তারকা পরিবার থেকে এসেও তেমন সফল হতে পারেননি। আজ আমরা তেমনই ছয়জন অভিনেতার সম্পর্কে বলতে চলেছি, যারা তারকা পরিবার থেকে এসেও সফলতা পাননি। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।
তুষার কাপুর (Tusshar Kapoor) : বলিউডের অন্যতম সফল অভিনেতা জিতেন্দ্রর ছেলে হলেন তুষার কাপুর। তাঁর দিদি হলেন একতা কাপুর, যিনি একজন প্রথম সারির প্রযোজক, তবে তুষার কাপুর একজন নায়ক হিসেবে দর্শকের মনে তেমন ছাপ ফেলতে পারেননি। তিনি একাধিক সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করলেও বক্স অফিসে কোনোটিই সফল হয়নি।
আরো পড়ুন: ভরনী নক্ষত্র প্রবেশ করবে বৃহস্পতিতে, আকাশ ছোঁয়া সাফল্য পাবেন এই ৫ রাশি
জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani) : জ্যাকি ভাগনানি হলেন প্রযোজক বাসু ভগনানির পুত্র। তিনি বলিউডে নিজেকে প্রমাণ করার একাধিক সুযোগ পেলেও নায়ক হিসেবে সফল হতে পারেননি।
উদয় চোপড়া (Uday Chopra) : উদয় চোপড়া হলেন যশ চোপড়ার পুত্র এবং আদিত্য চোপড়ার ভাই। উদয় চোপড়াকে সফল করে তুলতে কোনো ত্রুটি রাখা হয়নি, কিন্তু তাসত্ত্বেও তিনি বক্স অফিসে তেমন সফলতা পাননি।
ফারদিন খান (Fardeen Khan) : ফারদিন খান হলেন অভিনেতা ফিরোজ খানের পুত্র। তিনি তাঁর কেরিয়ারের শুরুর দিকে সাফল্য পেয়েছিলেন, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে ফারদিনকে আর বলিউডের সিনেমায় দেখা যায় না, তবে শোনা যাচ্ছে যে, তিনি খুব শীঘ্রই প্রত্যাবর্তন করতে চলেছেন।
ইমরান খান (Imran Khan) : ইমরান খান হলেন বিখ্যাত অভিনেতা আমির খানের ভাগ্নে। ইমরান তাঁর কেরিয়ারের শুরুতেই পেয়েছিলেন তুমুল সাফল্য, তবে তাঁর অনেকগুলি সিনেমা পরপর ফ্লপ হওয়ার পর তিনি বলিউড থেকে সরে যান।
নীল নিতিন মুকেশ (Neil Nitin Mukesh) : নীল নিতিন মুকেশ হলেন প্রযোজক নিতিন মুকেশের পুত্র। তিনি কয়েকটি সফল সিনেমা করলেও নায়ক হিসেবে দর্শকের মনে জায়গা করে নিতে পারেননি।