কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন ৫ এর ভিড়ের মধ্যে ৬ সংখ্যাটিকে খুঁজে বের করতে

অনেক শিশুরা ছোটবেলায় ছয় এবং পাঁচ সংখ্যাটি অনেকটা একরকম ভাবে লেখে। শুধু মাথা জুড়ে দিলেই হয়ে যায় ৫। খারাপ হাতের লেখার জন্য অনেক শিশুর পাঁচ এবং ছয় সংখ্যাটি গুলিয়ে যায়। বোঝা যায় না সে কি লিখতে চাইছে। আজ এমনই একটি অপটিক্যাল ইল্যুশন(Optical Illusions) নিয়ে এসেছি আপনাদের সকলের সামনে আরো একবার।

আরো পড়ুন: যদি বিদেশীরা ভারত দখলে ব্যর্থ হত তাহলে কেমন হতো আজকের ভারত, দেখুন AI দ্বারা নির্মিত ছবি

আজ আরো একবার সেই ছোটবেলার স্মৃতি উসকে দিয়ে অনেকগুলি পাঁচের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে একটি ছয়। চট করে দেখলে হয়তো সব কটা সংখ্যাকেই ৫ মনে হবে কিন্তু এই সংখ্যার ভিড়ের মধ্যে লুকিয়ে রয়েছে একটি অন্য সংখ্যা যেটি হল ৬। আর মাত্র ১৩ সেকেন্ডের মধ্যে এই সংখ্যাটি খুঁজে বের করতে পারলে আপনি একজন জিনিয়াস নিঃসন্দেহে তা প্রমাণ হয়ে যাবে।

Optical Illusions

এবার ভালো করে মন দিয়ে দেখুন আপনি খুঁজে বের করতে পারেন কিনা। যদি না বের করতে পারেন তাহলে চলুন আপনাকে সাহায্য করে দি আমরা। বেশ কয়েকটি পাঁচের ভিড়ে ঠিক মাঝখানে লেখা রয়েছে ছয় সংখ্যাটি। ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে ঠিক খুঁজে পেয়ে যাবেন ওই সংখ্যাটি।

আরো পড়ুন: মুরগির পিছনে ছুটতে ছুটতে পেলেন নতুন দেশের সন্ধান! প্রায় ২০০০ বছরের পুরনো শহর দেখে চক্ষু চড়কগাছ

আপনাকে আরো একটু সাহায্য করার জন্য ছয় সংখ্যাটি লাল কালি দিয়ে গোল করে দিলাম আমরা। এবার নিশ্চয়ই বুঝতে সুবিধা হচ্ছে? কি ভালো লেগেছে তো খেলাটি? তাহলে এখনই সকলের সঙ্গে ছবিটি শেয়ার করুন এবং মেতে উঠুন এই অপটিক্যাল ইল্যুশন (Optical illusions) খেলার আনন্দে। দেখুন আপনার বন্ধুরা আপনার মত ব্যর্থ হয় নাকি তারা আপনার থেকে বেশি বুদ্ধিমান বা বুদ্ধিমতী।

Optical illusion