কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন মাত্র ৬ সেকেন্ডের মধ্যে VISE শব্দের ভিড়ে লুকিয়ে থাকা VISA শব্দটি খুঁজে বের করতে

এতদিনে অনেক অপটিকাল ইলিউশনের (Optical Illusions)খোঁজ দিয়েছি আপনাকে কিন্তু আজ এমন একটি অপটিক্যাল ইল্যুশন নিয়ে আপনাদের কাছে এসেছি যা সমাধান করতে কিছুটা বেগ পেতে হবে আপনাকে। প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে(Social Media) হাজার হাজার অপটিকাল ইল্যুশনের ছবি ভাইরাল হয়, যেগুলি যদি আপনি প্রত্যেকদিন অনুশীলন করেন তাহলে আপনার বুদ্ধি শতগণ বেড়ে যাবে।

Optical Illusions

আজ এমন একটি ছবি নিয়ে এসেছি আপনাদের কাছে যা অন্য পাঁচটা ছবির থেকে একেবারে আলাদা। এই ছবিটি আপনার চোখের পাশাপাশি আপনার বুদ্ধির ক্ষমতা মাপতে সাহায্য করবে। আজ এমন একটি ছবি নিয়ে এসেছি, যা সমাধান করতে ব্যর্থ হয়েছেন বহু মানুষ। আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই অপটিক্যাল ইল্যুশনের সমাধান করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি একজন জিনিয়াস মানুষ।

আরো পড়ুন: গত ৪০০ বছর ধরে অভিশপ্ত জাহাজ ঘুরে বেড়াচ্ছে সমুদ্রে, এই পেছনের কাহিনী অবাক করবে আপনাকেও

চলুন জেনে নেওয়া যাক কি রয়েছে এই ছবিতে। ভাইরাল হওয়া এই ছবির দিকে হঠাৎ করে তাকালে আপনি দেখতে পাবেন ইংরেজিতে লেখা রয়েছে Vise শব্দটি। কিন্তু অনেকগুলি Vise শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে মাত্র একটি Visa। চট করে দেখলে আপনি হয়তো এই ব্যতিক্রমী শব্দটি খুঁজে বার করতে পারবেন না। আপনাকে দেওয়া রইল মাত্র ৬ সেকেন্ড যার মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে ব্যতিক্রমী সেই শব্দটি।

 

আপনি যদি এক ঝলক দেখেই সেই ব্যতিক্রমী শব্দটি খুঁজে বের করতে পারেন তাহলে আপনি একজন উন্নত দৃষ্টি সম্পন্ন মানুষ। আর যদি আপনি ব্যর্থ হন তাহলে আমরা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত। ছবিটির বাম দিক থেকে ডানদিকে চতুর্থ সারির নিচ থেকে উপরের দিকে পঞ্চম লাইনে রয়েছে সেই ব্যতিক্রমী শব্দটি। ভালোভাবে বোঝানোর জন্য একটি লাল কালি দিয়ে বৃত্তের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে Visa শব্দটি।Optical Illusions

আরো পড়ুন: রতন টাটার এই ৮ টি সাফল্যের মন্ত্র, যেগুলি মেনে চললে বদলে যাবে আপনারও জীবন

এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোথায় লুকিয়ে ছিল সেই ব্যতিক্রমী শব্দটি। তাহলে আর দেরি না করে এখনই সকলের সঙ্গে শেয়ার করুন এবং মেতে উঠুন এই বুদ্ধির খেলায়।