মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করুন ১৩ টি প্রাণী, আর মেতে উঠুন অসাধারণ এই খেলায়

সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া অপটিকাল ইল্যুশনের (Optical Illusions)অনেক রকম প্রকারভেদ রয়েছে। কখনো অনেকগুলি সংখ্যার মধ্যে একটি আলাদা সংখ্যা খুঁজে বের করতে হয় আবার কখনো খুঁজে বের করতে হয় লুকিয়ে থাকা জীবজন্তু। তবে এই ছবিগুলি যদি প্রত্যেকদিন আপনি অধ্যায়ন করেন তাহলে আপনার দৃষ্টিশক্তির পাশাপাশি আপনার বুদ্ধির ব্যায়াম হয়।

Optical Illusions

আজ এমনই আরও একটি ছবি(Picture) নিয়ে এসেছি আপনাদের কাছে যার ভেতরে লুকিয়ে রয়েছে বেশ কয়েকটি প্রাণী। ছবিটি ভালো করে দেখলে বুঝতে পারবেন ছবিতে একটি হাতি রয়েছে এবং এই হাতির মধ্যে লুকিয়ে রয়েছে অনেকগুলি ছোট ছোট প্রাণী। আপনাকে মাত্র ১৫ সেকেন্ড দেওয়া হল এবং এই ১৫ সেকেন্ডের মধ্যে ১৩ টি প্রাণী খুঁজে বের করতে হবে আপনাকে।

আরো পড়ুন: এগুলি ভারতের দীর্ঘতম রুটের ট্রেন যা ৯ টি রাজ্য ও ৫৭ টি স্টেশনের মধ্য দিয়ে যায়

ভালো করে মনোযোগ দিয়ে খুঁজে বের করার চেষ্টা করুন প্রাণীগুলি। যদি সময়ের মধ্যে খুঁজে বের করেন তাহলে অবশ্যই আপনি একজন তুখর মানুষ কিন্তু যদি খুঁজে না বার করেন তাহলে আপনার আমাদের সাহায্যের প্রয়োজন আছে। ছবিতে লুকিয়ে থাকা প্রাণী গুলির নাম আমরা আপনাকে বলে দিচ্ছি এবার আপনি ভালো করে দেখুন কোথায় কোথায় সেই প্রাণীগুলি লুকিয়ে রয়েছে।

লুকিয়ে থাকা প্রাণীগুলি হলো..

১)হাতি
২)কচ্ছপ
৩)মশা
৪)মাছ
৫)পাখির মাথা
৬) কুকুর
৭) ডলফিন
৮) সাপ
৯)কুমির
১০)বিড়াল
১১) চিংড়ি
১২) ইঁদুর
১৩)গাধা

আরো পড়ুন: General Knowledge Quiz : ভারতের একমাত্র রেল স্টেশন যেখানে শুধুমাত্র মহিলারা করেন কাজ

এবার ভালোভাবে পর্যবেক্ষণ করে আপনি প্রাণীগুলিকে খুঁজে বের করুন। আপনি যদি সময়ের আগেই প্রাণীগুলি খুঁজে বের করেন তাহলে নিঃসন্দেহে এটা মানতে হবে আপনি প্রত্যেকদিন অপটিক্যাল ইলিউশন অনুশীলন করেন।Optical Illusions

তবে যদি আপনি না খুঁজে বের করতে পারেন তাহলেই মজার খেলাটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মেতে উঠুন একটি শিক্ষামূলক খেলায়। দেখুন তারা কতখানি তুখোড় বুদ্ধি এবং দৃষ্টির অধিকারী।