দুটি সাংকেতিক চিহ্ন দেখে বুঝতে হবে মেয়েটির নাম কী, পারলেই আপনি জিনিয়াস

বাড়িতে বসে বোর হচ্ছেন? হাতে কিছুই করার নেই? তাহলে চিন্তা করবেন না আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion), যা আপনার মনের পাশাপাশি আপনার বুদ্ধিকে নতুনভাবে চালনা করতে সাহায্য করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ কি ছবি নিয়ে এসেছি আমরা আপনাদের কাছে।

 

আজ যে ছবিটি(Picture)দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সেই মেয়েটির নাম আপনাকে খুঁজে বের করতে হবে পাশে থাকা দুটি সংকেত দেখে। মেয়েটির নাম খুঁজে বের করার জন্য আগে আপনাকে সংকেত দুটির মানে খুঁজে বার করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক।Optical Illusion

আরো পড়ুন: সালমান খান বা সাইফ আলি খান নন ডিজিটাল প্লাটফর্মে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার নাম শুনে চমকে যাবেন আপনিও

মেয়েটির পাশে যে দুটি সংকেত রয়েছে সেটির মধ্যে প্রথমটি হল একটি পাখি, যেটি সম্ভবত কাক। ঠিক নিচেই রয়েছে দু ফোঁটা জল। এবার যদি আমরা কাক শব্দ থেকে ক শব্দটি বার করে দি তাহলে থাকে কা। অন্যদিকে জল শব্দটি যদি কা শব্দটির সঙ্গে যুক্ত করে দেওয়া যায় তাহলে হয়ে যায় কা+ জল= কাজল।

 

৯০ ভাগ মানুষ এই ধাঁধা (Optical illusion) সমাধান করতে অক্ষম হয়েছেন। আপনি যদি ধাঁধাটি সমাধান করতে সক্ষম হন তাহলে নিঃসন্দেহে আপনি একজন বুদ্ধিমান মানুষ। আর যদি অক্ষম হন সে ক্ষেত্রেও লজ্জা পাবার কিছু নেই, প্রতিদিন যদি একটি করে অপটিক্যাল ইলিউশন অর্থাৎ চোখে ধাঁধার সমাধান করতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনি এই সমস্ত ধাঁধা মুহুর্তের মধ্যে সমাধান করতে পারবেন।Optical Illusion

আরো পড়ুন: চাঁদের আকর্ষণে মহাদেবের আকার পরিবর্তন! কী রহস্য লুকিয়ে রয়েছে অমরনাথের এই গুহায়?জানুন বিস্তারিত

তাহলে আর দেরি না করে এখনই এই ছবিটি সকলের সঙ্গে শেয়ার করে দেখুন কতজন কত তাড়াতাড়ি মেয়েটির নাম বলতে পারছে। এমন আরো চোখে ধাঁধার সমাধান পেতে হলে আমাদের সঙ্গে থাকবেন সবসময়।