সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই অপটিক্যাল ইল্যুশন(Optical Illusion)ভাইরাল হয়। এক ঝলক দেখে আমরা যা বুঝি বা মনে করি তা একেবারেই হয় না। ওই যে বলে চোখে দেখলেই যে সব সত্যি তা একেবারেই মনে করার কোন কারণ নেই। অনেক সময় আমাদের চোখের সামনে যা থাকে না তাও যেন মনে হয় আমরা দেখতে পাচ্ছি। একেই বলা হয় চোখের ধাঁধা।
আজ তেমনি একটি ধাঁধা নিয়ে এসেছি আমরা যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি কেন ভাইরাল হয়েছে সে কথাই আমরা জানাবো আপনাকে। সবার আগে জানিয়ে দিই কি রয়েছে ছবিটির মধ্যে। আজ যে ছবিটি নিয়ে এসেছি আমরা সেখানে দেখা যাচ্ছে ঘন লাল রঙের ব্যাকগ্রাউন্ডে সাদা হরফে লেখা রয়েছে Petro। ছবিতে রয়েছে মোট ১১ টি সারি এবং ১৫ টি কলাম।
আরো পড়ুন: দরকার পড়বে না রিজার্ভেশনের, ভাড়া থাকবে অনেক কম! এবার গরিবদের জন্য বন্দে ভারত আনছে ভারতীয় রেল
তবে কি এমন রয়েছে যার ফলে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে? চলুন জেনে নেওয়া যাক। ছবিতে যতগুলি Petro দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে লুকিয়ে রয়েছে একটি মাত্র Retro. আপনাকে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে এই শব্দটিকে খুঁজে বের করতে হবে আর এটাই খেলা। কিন্তু বিষয়টি যতটা সোজা মনে হচ্ছে ততটা কিন্তু সোজা নয়।
এই চ্যালেঞ্জটা ভীষণ কঠিন কারণ ইংরাজি অক্ষর P ও R একদম একরকম দেখতে তাই চট করে এই দুটির মধ্যে পার্থক্য করা ভীষণ কঠিন। মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে এই দুটি শব্দকে আলাদা করা একেবারে অসম্ভব ব্যাপার কিন্তু আপনি যদি করতে পারেন তাহলে নিঃসন্দেহে মনে করতে হবে আপনি একজন জিনিয়াস।
আরো পড়ুন: ১ বছর নাকি ২ বছর! স্মার্টফোনের আয়ু কত দিন? আসল সত্যিটা জেনে কপালে উঠবে চোখ
সময় প্রায় ফুরিয়ে এলো এবার নিশ্চয়ই খুঁজে পেয়েছেন আপনি। এখনো যদি খুঁজে না পেয়ে থাকেন তাহলে অসুবিধা নেই আমরা আপনাকে সাহায্য করে দেব। ছবিটি ভালো করে লক্ষ্য করে দেখুন। দ্বিতীয় কলামের চতুর্থ সারিতে রয়েছে সেই ব্যতিক্রমী শব্দটি। তাহলে আর দেরি না করে এখনি সকলের সঙ্গে এই ছবিটি শেয়ার করুন এবং মেতে উঠুন এই বুদ্ধির খেলায়।