শরীরের কায়িক পরিশ্রমের পাশাপাশি প্রত্যেক দিন যদি আপনি চোখের (Eye) এবং মাথার (Brain Tester) ব্যায়াম করেন তাহলে শারীরিক দিক থেকে তো বটেই আপনি মানুষের দিক থেকেও সবল এবং শক্তিশালী হয়ে উঠবেন। চোখ এবং মস্তিষ্ককে সক্রিয় রাখার জন্য প্রত্যেকদিন বিভিন্ন ধাঁধা (Optical illusion) অর্থাৎ পাজল সল্ভ করতে হবে আপনাকে। আজ এমনই আরও একটি ধাঁধা নিয়ে এসেছি আপনার কাছে যা সমাধান করতে পারলে আরো কিছুটা বুদ্ধির বিকাশ ঘটবে আপনার।
আজ যে ছবিটি আপনার কাছে নিয়ে এসেছি সেখানে অনেকগুলি 3040 সংখ্যা রয়েছে যার মধ্যে লুকিয়ে রয়েছে 3840 সংখ্যাটি। হঠাৎ করে দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে আর এটাই ভীষণ স্বাভাবিক। কিন্তু তাও আপনাকে খুঁজে বের করতে হবে ওই সংখ্যাটি। আপনাকে আমরা দেবো মাত্র ১০ সেকেন্ড। আর এই সময়ের মধ্যেই আপনার কল্পনাশক্তির, চিন্তা শক্তির বিকাশ ঘটিয়ে খুঁজে বের করতে হবে ওই ব্যতিক্রমী সংখ্যাটি কে।
আরো পড়ুন: মাত্র ৫ হাজার টাকা দিয়ে আজই শুরু করুন এই সুপারহিট ব্যবসা, মাস গেলে আয় হবে ৪-৫ গুণ টাকা
এতক্ষণে নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন সংখ্যাটি কোথায় রয়েছে। যদি এখনো না খুঁজে পান তাহলে চলুন আপনাকে আমরা সাহায্য করে দি। একেবারে নিজ থেকে তিন নম্বর সারিতে দুই নম্বরে রয়েছে ওই ব্যতিক্রমী সংখ্যাটি। এত তাড়াতাড়ি সংখ্যাটি খুঁজে পাওয়া দুষ্কর একটি ব্যাপার। তবে আপনি যদি সময়ের মধ্যেই খুঁজে পান তাহলে নিঃসন্দেহে আপনি একজন জিনিয়াস মানুষ।
আরো পড়ুন: চাঁদের আকর্ষণে মহাদেবের আকার পরিবর্তন! কী রহস্য লুকিয়ে রয়েছে অমরনাথের এই গুহায়?জানুন বিস্তারিত
আমাদের জানাতে ভুলবেন না আপনি সময়ের মধ্যে সংখ্যাটি খুঁজে পেয়েছেন কিনা। যদি খুঁজে পান তাহলে আপনাকে অভিনন্দন আর যদি না খুঁজে পান তাহলে এখনই এই খেলাটি আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের সঙ্গে খেলুন এবং জানার চেষ্টা করুন তাদের বুদ্ধি আপনার থেকে বেশি না কম।