আজ অপটিকাল ইল্যুশনের(Optical Illusion) পর্দায় আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রীকৃষ্ণকে। সকাল সকাল শ্রীকৃষ্ণের দর্শন করে নিজেদের ধন্য করে তুলুন। আমরা সকলেই জানি শ্রী কৃষ্ণের হাতে সব সময় থাকে একটি বাঁশি এবং সেই বাঁশির সুরে রাধা সহ সারা বিশ্বের প্রাণী মোহিত হয়ে যেত। শ্রীকৃষ্ণ যখনই রাধাকে মনে করতেন তখনই তিনি এই বাঁশি বাজাতে এবং এই বাশির সুরে মোহিত হয়ে শ্রীকৃষ্ণের কাছে চলে আসতেন রাধা।
আরো পড়ুন: কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন ‘ACE’ শব্দের ভিড়ে ‘ICE’ শব্দটিকে খুঁজে বের করতে রইল চ্যালেঞ্জ
আজকে অপটিক্যাল ইলিউশনে তেমনি একটি ছবি নিয়ে এসেছি আপনাদের কাছে। যে ছবিটি আপনাদের কাছে নিয়ে এসেছি সেখানে দেখা যাচ্ছে এটি মনে হয় দৃশ্য। একটি গাছের নিচে দাঁড়িয়ে আমাদের সকলের প্রিয় শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন এবং সেই বাঁশির সুর অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। শ্রীকৃষ্ণের পায়ের কাছে দাঁড়িয়ে মোহিত হয়ে তিনটি মৃগ সেই বাঁশির শুনছে এবং তিন-চারটে পাখি উড়ে বেড়াচ্ছে শ্রীকৃষ্ণের কাছে।
আজ আপনাদের বলতে হবে এই ছবিতে লুকিয়ে থাকা অনেকগুলি বাঁশি সম্পর্কে। একটি বাঁশিতে আপনি দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণের হাতে রয়েছে কিন্তু এই ছবিতে একটি নয়, দুটি নয় বরং লুকিয়ে রয়েছে দশটি বাঁশি। আপনাকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই দশটি খুঁজে বের করতে হবে। এই ছবিটি এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে এই ১০ টি বাঁশি লুকিয়ে রাখা যায় এবং এই ১০ টি বাঁশিকে এমন ভাবে লুকিয়ে রাখা হয়েছে যাতে চট করে আপনার নজরে না পড়ে।
আরো পড়ুন: কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন ‘LEYS’ শব্দের ভিড়ে ‘LAYS’ শব্দটিকে খুঁজে বের করতে রইল চ্যালেঞ্জ
তাহলে চলুন শুরু করা যাক। আপনার সময় শুরু হল এখন। তাড়াতাড়ি খুঁজুন দেরী হয়ে গেলে কিন্তু সময় বয়ে যাবে। এখনো যদি আপনি না খুঁজে পান তাহলে চলুন আপনাকে সাহায্য করে দিয়ে আমরা। এই ছবিতে কোথায় ১০ টি বাঁশি লুকিয়ে রয়েছে, সেটি খুঁজে বার করার জন্য সেই ১০টি বাঁশিকে লাল কালি দিয়ে মার্ক করে দিলাম আমরা। ভালোভাবে সেগুলি লক্ষ্য করুন এবং এই ছবিটি সকলকে দেখান এবং দেখুন কে ১০ টি বাঁশি খুঁজে বের করতে পারে, যে ১০টি বাঁশি ঠিকঠাক খুঁজে বের করতে পারবে সেই শ্রীকৃষ্ণের আসল ভক্ত।