আজ আরো একটি অপটিকাল ইল্যুশন (Optical Illusion) নিয়ে আপনাদের সকলের কাছে এসেছি আমরা। অপটিক্যাল ইলুশন হল সেই চোখের ধাঁধা, যা আপনার দৃষ্টির পাশাপাশি আপনার বুদ্ধিকে উন্নত করতে সাহায্য করে। আজ যে ধাঁধাটি(Puzzle) আপনাদের কাছে নিয়ে এসেছি, সেখানে আপনাকে খুঁজে বের করতে হবে একটি রমনীর নাম।
আপনাকে দেওয়া ছবিতে একজন সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং তার পাশে রয়েছে দুটি সংকেত যে সংকেত দুটি মিলিয়ে আপনাকে সেই মেয়েটির নাম বের করতে হবে। চলুন দেখে নেওয়া যাক কি কি সংকেত দেওয়া রয়েছে আপনার জন্য। প্রথমেই যে সংকেতটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে লেখা রয়েছে The শব্দটি এবং তার ঠিক নিচে লেখা রয়েছে Saturday।
আরো পড়ুন: General Knowledge Quiz : ভারতের একমাত্র রেল স্টেশন যেখানে শুধুমাত্র মহিলারা করেন কাজ
এই দুটি শব্দ মিলিয়ে আপনাকে তৈরি করতে হবে মেয়েটির নাম। The শব্দটিকে যদি বাংলায় আমরা বলি তাহলে বলতে হয় দি। Saturday শব্দটিকে বাংলায় আমরা বলি শনি। দুটি শব্দ মিলিয়ে হচ্ছে দিশানি। এবার নিশ্চয়ই বুঝতে পারলেন মেয়েটির নাম কি? আপনি যদি সময়ের আগে মেয়েটির নাম বের করতে সক্ষম হন তাহলে আপনি একজন জিনিয়াস কিন্তু যদি আপনি না পারেন তাহলে এই ধাঁধাটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দেখুন তারা এই মেয়েটির নাম খুঁজে বের করতে পারে কিনা।
আরো পড়ুন: পুষ্পা ২ তে থাকবে বড়সড়ো চমক, আল্লু অর্জুন কে টেক্কা দিতে মাঠে নামছেন বলিউডের এই নামীদামী নায়ক
এমন আরো অপটিক্যাল ইল্যুশন জানার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং এমনই আরো অনেক ধাঁধার খেলায় মেতে উঠুন এবং আপনার বুদ্ধি এবং দৃষ্টিকে ক্ষুরধার সম্পন্ন করে তুলুন।