কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন GOLD এর ভিড়ের মধ্যে COLD শব্দটি খুঁজে বের করতে

একগাদা সোনার মধ্যে যদি আপনাকে খুঁজতে বলা হয় একটি ঠান্ডা জিনিস তাহলে কেমন হবে? আপনি নিশ্চয়ই সেই ঠান্ডা জিনিসটিকে না খুঁজে সোনার দিকে তাকিয়ে থাকবেন তাইতো? কিন্তু আজকে যে আপনাকে সোনা বাদ দিয়ে অন্য জিনিস খুঁজতে হবে।

Optical Illusions

আজ আরো একবার অনবদ্য একটি অপটিকাল ইল্যুশন (Optical Illusion) নিয়ে এসেছি আপনাদের সকলের কাছে। আরো একটা ছবি যা আপনার দৃষ্টি শক্তিকে প্রখর করতে সাহায্য করবে। আজ যে ছবিটি আপনাদের কাছে নিয়ে এসেছি সেখানে অনেকগুলি GOLD শব্দ লেখা রয়েছে যার মধ্যে লুকিয়ে রয়েছে মাত্র একটি COLD শব্দটি।

আরো পড়ুন: কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন ৯৬ এর ভিড়ের মধ্যে ৬৯ সংখ্যাটিকে খুঁজে বের করতে

মাত্র ১০ সেকেন্ডের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে এই ব্যতিক্রমী শব্দটি। স্বাভাবিকভাবেই আপনি যদি সময়ের মধ্যে খুঁজে বের করতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে একজন বুদ্ধিমান ব্যক্তি। আপনি যদি সময়ের মধ্যে না করতে সামর্থ্য হন তাহলে আমরা তো আছি আপনাকে সাহায্য করার জন্য।

Optical Illusions

তাহলে আপনি কি পেরেছেন ১০ সেকেন্ডের মধ্যে সেই ব্যতিক্রমী শব্দটি খুঁজে বার করতে? যদি আপনি না পারেন তাহলে চলুন আপনাকে একটু সাহায্য করে দি। একেবারে নিচ থেকে তিন নম্বর লাইনে চতুর্থ নম্বরে লেখা রয়েছে সেই ব্যতিক্রমী শব্দটি। আপনি যদি এখনো না বুঝে উঠতে পারেন তাহলে চলুন একটি লাল কালি দিয়ে সেই ব্যতিক্রমী শব্দটি মার্ক করে আপনাকে বুঝিয়ে দি।

আরো পড়ুন: কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন ২০২৩ এর ভিড়ের মধ্যে ২০৩৩ সংখ্যাটিকে খুঁজে বের করতে

এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কোথায় লুকিয়ে ছিল সেই ব্যতিক্রমী শব্দটি। চলুন সকলকে এই ধাঁধাটির পাঠিয়ে দিন এবং দেখুন সকলে পারে কিনা এই ব্যতিক্রমী শব্দটি খুঁজে বার করতে। এমন আরো অপটিক্যাল ইলিউশনের খোঁজ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং নিজেকে আরো বুদ্ধিদীপ্ত করে তুলুন।