কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন ২০২৩ এর ভিড়ের মধ্যে ২০৩৩ সংখ্যাটিকে খুঁজে বের করতে

আরো একটি অপটিক্যাল ইল্যুশন (optical illusion) অথবা চোখের বিভ্রম নিয়ে এসেছে আমরা আপনাদের সকলের সামনে। আজ আরো একটি মজাদার খেলায় মেতে উঠবো আমরা। আজ আরো একবার আপনার বুদ্ধির পরীক্ষা করব আমরা।

Optical Illusions

আজ যে ছবিটি আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি সেখানে দেখা যাচ্ছে একটি হলুদ রঙের বক্সের মধ্যে কালো রঙের অনেকগুলি ২০২৩ লেখা রয়েছে। এতগুলি ২০২৩ এর মধ্যে আপনাকে শুধুমাত্র একটি ২০৩৩ খুঁজে বার করতে হবে। বিষয়টি খুব সোজা মনে হলেও কিন্তু একেবারেই সোজা নয়। অনেকগুলি একই রকম সংখ্যার(Number) মধ্যে একটি আলাদা সংখ্যা খুঁজে বের করা তাও আবার এত কম সময়ের মধ্যে।

আরো পড়ুন: কুকুরের ভিড়ের মধ্যে লুকিয়ে রয়েছে একটি হিংস্র প্রাণী, কেবলমাত্র ১% জিনিয়াস লোকেরাই পারবেন খুঁজে বের করতে

এই সংখ্যাটি খুঁজে বের করার জন্য আপনাকে দেওয়া হলো মাত্র ১০ সেকেন্ড। তাড়াতাড়ি সংখ্যাগুলোর উপর চোখ বলান এবং দেখুন কোথায় লুকিয়ে রয়েছে সেই ব্যতিক্রমী সংখ্যাটি। ১৩ সেকেন্ড এর মধ্যে খুঁজে পেলেই আপনি জিনিয়াস। যদি ১৩ সেকেন্ডের মধ্যে না পান তাহলে চলুন আপনাকে কিছুটা সাহায্য করে দিই আমরা।

Optical Illusions

আরো পড়ুন: কেবলমাত্র ১ % জিনিয়াস লোকেরাই পারবেন BACK শব্দের ভিড়ে লুকিয়ে থাকা PACK শব্দটি খুঁজে বের করতে

ছবিতে মোট দশটি সারি রয়েছে এবং তার মধ্যে নবম সারির মধ্যে একেবারে পিছনের দিকে রয়েছে ওই ব্যতিক্রমী সংখ্যাটি। যদি না পান তাহলে আমরা এটি লাল দাগ দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে পারি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোথায় রয়েছে ওই ব্যতিক্রমী সংখ্যাটি। আপনি যদি সময়ের মধ্যে খুঁজে পান তাহলে আপনার দৃষ্টিশক্তি যেকোনো পাখিকে হার মানাবে। আর যদি না খুঁজে পান তাহলে এই খেলাটি অন্যদের সঙ্গে খেলুন এবং বোঝার চেষ্টা করুন তারা কি জিনিয়াস নাকি তাদেরও আরো অনুশীলন প্রয়োজন।