কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন ‘LEYS’ শব্দের ভিড়ে ‘LAYS’ শব্দটিকে খুঁজে বের করতে রইল চ্যালেঞ্জ

আজকে যে অপটিক্যাল ইলিউশনের(Optical Illusion) খেলা নিয়ে এসেছি মূলত সেটি এনেছি ছোট শিশুদের জন্য কারণ আজকে যে শব্দটি খুঁজে বের করতে হবে তা বের করার আনন্দ ছোট শিশুদের মতো আমাদের একেবারেই হবে না।

Optical Illusion

এবার আপনি জিজ্ঞাসা করতেই পারেন কি এমন শব্দ যা একটি শিশু খুঁজে পেলে আনন্দ পাবে কিন্তু আমরা পাবো না ততটা? বলছি, এক্ষুনি বলছি। এখন যে কোনো পরিবারের শিশুদের কাছে সবথেকে মুখরোচক একটি খাদ্য হল LAYS। আজ এই শব্দটিকেই খুঁজে বের করতে হবে অনেকগুলি শব্দের মধ্যে।

আরো পড়ুন: যদি না ব্রিটিশরা লুট করতো ৪৫ ট্রিলিয়ন ডলার, তাহলে আজ বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশ হতো ভারত

আজকে যে খেলাটি আমরা নিয়ে এসেছি সেখানে দেখা যাচ্ছে অনেকগুলি LEYS শব্দ রয়েছে যার মধ্যে শুধুমাত্র একটি LAYS শব্দ লুকিয়ে রয়েছে। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার মনের মত সেই শব্দটিকে। আপনার বাড়িতে ছোট শিশু থাকলে এই খেলাটি আপনি তাকে খেলতে দিতে পারেন। কারণ এই খেলাটি খেললে তার থেকে বেশি আনন্দ আর কেউ পাবে না।\

 

চলুন এবার শুরু করা যাক খেলা। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে ব্যতিক্রমী শব্দটি। সময়ের মধ্যে খুঁজে পেলেই কেল্লাফতে। আপনার সময় শুরু হচ্ছে এখন। চটপট খুঁজে ফেলুন এবং আমাদের জানান কোথায় লুকিয়ে রয়েছে ব্যতিক্রমী সেই শব্দটি।

আরো পড়ুন: এবার ৭৫০ কোটি টাকা বিনিয়োগে সিঙ্গুরে তৈরি হচ্ছে এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার, মিলবে বিপুল কর্মসংস্থান

আপনার ১০ সেকেন্ড শেষ হয়ে গেছে, এখনো যদি আপনি খুঁজে না পান তাহলে একেবারেই হতাশ হবেন না কারণ আপনাদের জন্য আমরা রয়েছি। ভালোভাবে আর একবার ছবিটিকে দেখুন এবং নিজের বুদ্ধি এবং দৃষ্টি শক্তি দ্বারা বোঝার চেষ্টা করুন। ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন ৭ নম্বর লাইনের শেষের দিকে ৪ নম্বরে রয়েছে সেই শব্দটি যাকে খুঁজে বের করার জন্য এত কষ্ট করছেন আপনি। তাহলে আর দেরি না করে এখনই সকলের সঙ্গে শেয়ার করুন এই ছবিটি এবং মেতে উঠুন বুদ্ধির খেলায়।

Optical Illusion