আজ যে অপটিক্যাল ইলিউশন(Optical Illusion) নিয়ে আপনার কাছে এসেছি তা একেবারেই সোজা নয়। এই ধাঁধার সমাধান করতে গেলে শুধুমাত্র ১০ সেকেন্ড নয় আপনার লেগে যেতে পারে ১০ মিনিট। আজ যদি ১০ সেকেন্ডের মধ্যে আপনি এই ধাঁধার সমাধান করে ফেলতে পারেন তাহলে মানতেই হবে আপনি প্রতিদিন এই ধাঁধা গুলির সমাধান করে থাকেন না হলে এত তাড়াতাড়ি সমাধান করা একেবারে অসম্ভব।
এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কি এমন ধাঁধা নিয়ে এসেছি আপনার কাছে যা সমাধান করতে এত সময় লেগে যাবে আপনার? আজ আপনার জন্য এনেছি সংখ্যার ধাঁধা। আজ আপনাকে অনেকগুলি 6349 সংখ্যার মধ্যে খুঁজে বের করতে হবে মাত্র একটি 6849।
আরো পড়ুন: কোটি টাকার মালিক হলেও মাটির মানুষ তিনি, এই খাবার খেতে পছন্দ করেন রতন টাটা
যেহেতু ইংরেজি অক্ষর 3 ও 8 অনেকটা একই রকম দেখতে তাই চট করে আপনার চোখে পড়বে না ব্যতিক্রমী সংখ্যাটি। একটি বেগুনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা রংয়ের অনেকগুলি সংখ্যার মধ্যে একটি ব্যতিক্রমী সংখ্যা খুঁজে বের করা নেহাত সহজসাধ্য কাজ নয়।
চলুন আপনাকে ১০ সেকেন্ড নয় বরং দিয়ে দেওয়া হোক ২০ সেকেন্ড। কিন্তু এর বেশি আর সময় দেওয়া যাবে না। ২০ সেকেন্ডের মধ্যেই আপনাকে খুঁজে বের করতে হবে ধাঁধার সমাধান। আপনার সময় শুরু হল এখন। তাড়াতাড়ি করুন আর বেশি সময় নেই। আপনার সময় শেষ হয়ে গেছে। এখনো যদি আপনি না খুঁজে পান তাহলে আপনাকে সাহায্য করার জন্য আমরা সদা প্রস্তুত।
আরো পড়ুন: জানেন কী ট্রেনের ইঞ্জিন চালাতে কত লিটার ইঞ্জিন অয়েল লাগে?
ছবিটি ভালো করে লক্ষ্য করে দেখুন। ছবিতে শেষ থেকে ৪ নম্বর লাইনের ৩ নম্বরে লুকিয়ে বসে রয়েছে সেই ব্যতিক্রমী সংখ্যাটি যার জন্য এতক্ষন আপনি খাটছিলেন। নিশ্চয়ই এবার খুঁজে পেয়েছেন আপনি যদি এখনো না খুঁজে পান তাহলে একটি লাল কালি দিয়ে সেটি মার্ক করে দিলাম আমরা। এবার নিশ্চয়ই খুঁজে পেয়েছেন চলুন এবার আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে এই খেলাটি খেলুন এবং তাদের বুদ্ধি যাচাই করুন।