কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন গাছের মধ্যে লুকিয়ে থাকা বিড়ালটিকে খুঁজে বের করতে, সময় মাত্র ১০ সেকেন্ড

দৃষ্টি বিভ্রম(Optical Illusion)কথাটির অর্থ হল আমরা যে চোখের সামনে দেখি তা অনেক সময় হয় না। ভালোভাবে যদি এই সমস্ত ছবি লক্ষ্য না করা হয় তাহলে ছবির মধ্যে লুকিয়ে থাকা প্রাণী বা অক্ষর খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে ওঠে।

আজ এমনই একটি ধাঁধা নিয়ে আপনার সকলের সামনে এসেছি যা সমাধান করতে গিয়ে আপনার মাথার ঘাম পায়ে চলে আসবে। এবার চলুন দেখে নেওয়া যাক কি রয়েছে এই ছবিতে। ছবিতে দেখা যাচ্ছে এটি বিশাল গাছ যার রয়েছে অনেকগুলি শাখা-প্রশাখা। গাছের পিছনে রয়েছে ছোট ছোট টিলা, গোড়ার দিকে রয়েছে সবুজ ঝোপঝাড়। গাছের সামনে বসে রয়েছে একটি বড়সড় কুকুর।

আরো পড়ুন: টেলিকমের পর এখন ইন্টারনেট দুনিয়া কাঁপানোর প্রস্তুতি নিচ্ছেন মুকেশ আম্বানি, জেনে নিন কী কী উপকার হবে আপনার!

এবার আপনি বলবেন ছবিতে তো সবকিছুই রয়েছে তাহলে খুঁজে বের করতে হবে কি? আপনাকে খুঁজে বের করতে হবে ছবির মধ্যে লুকিয়ে থাকা একটি ছোট্ট বিড়াল। মাত্র ৭ সেকেন্ডের মধ্যে মার্জা সুন্দরীকে বের করে ফেলতে হবে আপনাকে। আপনার সময় শুরু হল এখন। বলে রাখি খুব কম সংখ্যক মানুষ এই বিড়ালটিকে খুঁজে বের করতে সক্ষম হয়েছে কারণ বিড়ালটিকে এমন ভাবে লুকিয়ে রাখা হয়েছে যা খালি চোখে দেখতে পাওয়া অসম্ভব।

Only genius people can find the cat hiding in the tree, time is only 10 seconds

আসলে এটি দৃষ্টিশক্তির পরীক্ষার থেকে বেশি বুদ্ধির পরীক্ষা। যাদের বুদ্ধি বেশি তারাই একমাত্র এটি খুঁজে বের করতে পারবেন। সময় তো ফুরিয়ে এল, পেয়েছেন সেই বিড়ালটিকে খুঁজে? যদি না পেয়ে থাকেন তাহলে একেবারেই চিন্তা করবেন না কারণ আমরা রয়েছি আপনার জন্য। ভালো করে আরও একবার ছবিটি লক্ষ্য করে দেখুন।

আরো পড়ুন: থাকবে ২ কোটি টাকা পুরস্কার! ভারতেই আয়োজিত হচ্ছে BGMI প্রতিযোগিতা, সম্প্রচার করবে মুকেশ আম্বানির সংস্থা জিও সিনেমা

ছবির মধ্যে গাছের মোটা শাখা দুটির মাঝ বরাবর লক্ষ্য করলে বুঝতে পারবেন সে দুটি এমন ভাবে অবয়ব তৈরি করেছে যেটি দেখলে মনে হবে একটি বিড়াল। হঠাৎ করে দেখে মনে হবে, গাছের মোটা শাখা বেয়ে নেমে আসছে বিড়ালটি। এবার নিশ্চয়ই খুজে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে ছবির মধ্যে একটি বিড়ালের অবয়ব তৈরি করা হয়েছে। তাহলে আর দেরি না করে সকলের সঙ্গে শেয়ার করুন ছবিটি এবং খেলুন এই মজাদার খেলা।