কেবলমাত্র জিনিয়াস লোকেরই পারবেন মাত্র ১০ সেকেন্ডের মধ্যে ছবিতে থাকা ৩ টি অমিল খুঁজে বের করতে

Optical illusion: ছোটবেলায় যখন দুটি ছবির মধ্যে পার্থক্য খুঁজতে দিতে হতো আমাদের কি আনন্দই না হতো। অনেক সময় সবকটি পার্থক্য খুঁজে পেলেও একটিবার দুটি একেবারেই খুঁজে পাওয়া যেত না। মন দিয়ে সেই সমস্ত ছবি আমরা দেখতাম পার্থক্য(Difference)খুঁজে বের করার জন্য। আজ সেই সমস্ত সুন্দর দিনগুলি আমাদের জীবন থেকে মুছে গেছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি এবং ভিডিওর ভিড়ে কোথাও যেন হারিয়ে গেছে এই সমস্ত ছোট ছোট ছবিগুলি।

Optical Illusion
তাই আরো একবার আপনার ছোটবেলাকে জীবন্ত করে আপনার কাছে ফিরিয়ে আনার জন্যই আমরা নিয়ে এসেছি সেই ছবি গুলির মধ্যে একটি। আজকের এই ছবিটি একেবারে ছোটদের জন্য। বিশেষত যে সমস্ত ছোট ছোট মেয়েরা ইউনিকর্ন ভালোবাসে তাদের এই ছবিটি ভীষণ ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন দেখা যাক আজকে আপনাদের জন্য কি ছবি নিয়ে এসেছি আমরা।

আরো পড়ুন: কেমন আছেন ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা, জানেন আপনি?

আজকে যে ছবিটি দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে মেঘের মধ্যে একটি unicorn রয়েছে। যার পেছনে রয়েছে একটি রামধনু। ঠিক এমনই আরো একটি ছবি দেওয়া হয়েছে আপনাকে। এবার এই ছবিদুটির মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে তিনটি পার্থক্য। মাত্র ৩ সেকেন্ডের মধ্যে আপনাকে পার্থক্য দুটি খুঁজে বের করতে হবে। আপনি যদি ছোট কোন শিশু হন তাহলে অবশ্যই অভিভাবকদের সাহায্য নিতে পারেন আপনি।

Optical Illusion
আপনার সময় শুরু হল এখন। দেরি না করে এখনই খুঁজে বের করুন সেই তিনটি পার্থক্য যা প্রথম ছবিকে দ্বিতীয় ছবি থেকে আলাদা করে রেখেছে। এখনো যদি না পারেন তাহলে চলুন আমরা আপনাকে সাহায্য করে দিই। প্রথম পার্থক্য হল, ইউনিকর্নটির সামনের দিকে কেশগুচ্ছ একটি ছবিতে একটু কম। দ্বিতীয় পার্থক্য হল, একটি ছবিতে ইউনিকর্নের লেজের দিকে কেশগুচ্ছ অল্প কম রয়েছে। তৃতীয় পার্থক্য হয়তো আপনি বুঝতে পেরেছেন কারণ সেটি খুবই সোজা। তৃতীয়টি হল রামধনুতে একটি রং কম রয়েছে দ্বিতীয় ছবিতে।

আরো পড়ুন: চাঁদের মাটি হাতে পেলেই বদলে যাবে ভারতের ভাগ্য! জানুন চাঁদে কী কী কাজ করবে চন্দ্রযান ৩

আপনাকে আরো ভালো করে বুঝিয়ে দেবার জন্য লাল কালি দিয়ে জায়গাগুলিকে মার্ক করে দিলাম আমরা। তাহলে আর দেরি না করে আপনার পরিচিত ছোট ছোট শিশুদের সঙ্গে এই ছবিটি ভাগ করে নিন এবং দেখুন তারা কতটা মজা পায় এই খেলাটি খেলে।