হাতে কোন কাজ নেই? বাড়িতে বসে বোর হচ্ছেন? কি করবেন বুঝে উঠতে পারছেন না? তাহলে চলুন আরেকটি অপটিক্যাল ইল্যুশন(Optical Illusion)নিয়ে আপনার এই মূল্যবান সময়টিকে একটু কাজে লাগাই। ফেসবুকে স্ক্রল করতে করতে অনেক ভিডিও এবং ছবি আমরা দেখতে পাই, যার অর্ধেক নিরর্থক। এমতাবস্থায় আপনি যদি অপটিক্যাল ইল্যুশন অর্থাৎ চোখের ধাধার সমাধান করতে পারেন তাহলে আপনার সময় কাটার পাশাপাশি আপনি মানসিকভাবেও উন্নত হবেন।
আজ যে ছবিটি(Picture) আপনাদের কাছে নিয়ে এসেছি সেখানে দেখা যাচ্ছে অনেকগুলি 85 রয়েছে যার মধ্যে শুধুমাত্র একটি 35 লুকিয়ে রয়েছে। আপনাকে সময়ের মধ্যে খুঁজে বের করতে হবে সেই 35 সংখ্যাটি। আপনাকে সময় দেয়া হলো মাত্র ১০ সেকেন্ড। সময়ের মধ্যে যদি আপনি ব্যতিক্রমী সংখ্যাটি খুঁজে পান তাহলে নিঃসন্দেহে আপনি একজন জিনিয়াস।
আরো পড়ুন: পৃথিবীতে রয়েছে তিন ভাগ জল এক ভাগ স্থল, কোথা থেকে এলো পৃথিবীতে এত পরিমাণ জল? রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা
আপনি যদি সময়ের মধ্যে এটি না খুঁজে পান তাহলে চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের জন্য আমরা রয়েছি উপস্থিত। ছবিটি আরও একবার ভালো করে লক্ষ্য করুন। ছবিটির বাম দিক থেকে ডান দিয়ে বরাবর চতুর্থ সারির নিচ থেকে উপরের দিকে তিন নম্বর লাইনে লেখা রয়েছে ওই ব্যতিক্রমী সংখ্যাটি। এখনো যদি না খুঁজে পান তাহলে চলুন লাল বৃত্ত দিয়ে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দি আমরা।
আরো পড়ুন: হাঁসের ভিড়ের মধ্যে লুকিয়ে রয়েছে একটি হিংস্র প্রাণী, কেবলমাত্র জিনিয়াস লোকরাই পারবেন খুঁজে বের করতে
এবার নিশ্চয়ই খুঁজে পেয়েছেন সেই সংখ্যাটি। দেখুন আপনার বুদ্ধির সাথে সাথে দৃষ্টি শক্তিও কত উন্নত হয়েছে। তবে এই ছবিটি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রেখে দেবেন না নিজের পরিচিতদের মধ্যে ছবিটি শেয়ার করুন এবং দেখুন তারা সময়ের মধ্যে এটি খুঁজে পান কিনা। এরকম আরো ধাঁধা আপনার জন্য নিয়ে আসবো আমরা তাই আমাদের সঙ্গে অবশ্যই থাকতে হবে আপনাকে।