সোশ্যাল মিডিয়ায় অনেক অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion)অর্থাৎ চোখের ধাঁধা দেখতে পাই আমরা, যার প্রতিনিয়ত অনুশীলন আমাদের বুদ্ধি এবং দৃষ্টি বর্ধিত করতে সাহায্য করে। সংখ্যা অথবা শব্দের ধাঁধা যদি আপনি কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে সক্ষম হন তাহলে এটা মানতেই হবে আপনি প্রত্যেকদিন এমন ধাঁধা অনেক সমাধান করে থাকেন। আপনার আইকিউ লেভেল(IQ Level) কতখানি তা জানার জন্য আজকে আরো একবার এটি অপটিক্যাল ইলিউশন নিয়ে এসেছি আমরা।
সম্প্রতি একটি ধাঁধা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, সাদা কালো মাছের স্কেচ। ছবিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট মাছ মনের আনন্দে সাঁতার কেটে চলেছে। কিন্তু যে সমুদ্রে এই ছোট্ট মাছ সাঁতার কাটছে সেই সমুদ্রটি কিন্তু জল দিয়ে তৈরি হয়নি, তৈরি হয়েছে সংখ্যা দিয়ে। কিন্তু এর মধ্যে আমাদের কাজ কি? আমাদের কাজ হল এই সংখ্যার ভিড়ে লুকিয়ে রয়েছে 1, যাকে খুঁজে বের করতে হবে আমাদের।
আরো পড়ুন: বাজার কাঁপাতে এবার আসতে চলেছে Nothing Phone ২ থাকবে দুর্দান্ত ক্যামেরা সহ একাধিক ফিচারস, জানুন দাম
ছবিতে মাছটি যে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে সেখানে 0 থেকে 9 সব সংখ্যা রয়েছে কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে শুধুমাত্র 1। তাহলে আর দেরি না করে চট করে ছবিটি মন দিয়ে দেখুন এবং খুঁজে বের করুন 1 সংখ্যাটি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যদি আপনি খুঁজে বের (Optical illusion) করতে পারেন সংখ্যাটি তাহলে আপনার দৃষ্টির তারিফ করতেই হয়।
আর যদি এখনো না খুঁজে পান তাহলে চলুন একটু সাহায্য করে দি। মাছের উপরের পাখনার দিকে যদি একটু নজর দেন তাহলেই দেখতে পাবেন পাখনার মধ্যে রয়েছে সংখ্যাটি। সংখ্যাটি যেহেতু পাখার মধ্যে লুকিয়ে রয়েছে তাই চট করে চোখে পড়ছে না।
আরো পড়ুন: পৃথিবীর দিকে আছে ভয়ঙ্কর সৌরঝড়, অন্ধকার হবে পৃথিবীর একাংশ! নাসার চরম সতর্কতা
আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য লাল কালি দিয়ে আমরা মার্ক করে দেখিয়ে দিলাম কোথায় লুকিয়ে রয়েছে 1। তাহলে আর দেরি না করে এখনি এই ছবিটি সকলের সঙ্গে শেয়ার করুন এবং দেখুন কত তাড়াতাড়ি আপনার বন্ধুরা লুকিয়ে থাকা সংখ্যাটি খুঁজে পায়।