একগুচ্ছ কলার মধ্যে খুঁজে বের করতে হবে একটি সরীসৃপ, সময় মাত্র ৪ সেকেন্ড

বাড়িতে বসে বোর হচ্ছেন? হাতে স্মার্টফোন আছে তাও করার মত বা দেখার মত কিছু নেই। তাহলে আপনার এই সময়টিকে আকর্ষণীয় করে তোলার জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি অপটিক্যাল ইলুশন ( Optical illusion), যা আপনার সময়ের সাথে সাথে আপনার মনকে সতেজ করে তুলবে।

Optical Illusion

আজ আপনার কাছে নিয়ে এসেছি অনেকগুলি কলা। শুধু কলা নয়, অনেকগুলি কলার ছবি ( Optical illusion)। অনেকগুলি হলুদ কাঁচা পাকা কলার মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে একটি সাপকে। কাজটি যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। যেহেতু কলাগুলি এবং সরীসৃপটির রং একই তাই খুব সহজে আপনি কলাগুলির মধ্যে সাপটিকে খুঁজে পাবেন না।

আরো পড়ুন: কোটি টাকা সম্পত্তির মালিক বলিউড অভিনেতা রণবীর সিং, এক একটি ফিল্মের জন্য করেন এত টাকা চার্জ

আপনাকে এই কাজটি করার জন্য দেওয়া হল মাত্র ৪ সেকেন্ড। আপনি যদি সময়ের মধ্যে সাপটিকে খুঁজে পান তাহলে আপনাকে অভিনন্দন তবে প্রায় ৮০ শতাংশ লোক এই কাজটি করে উঠতে পারেননি। আপনিও যদি অক্ষম হন তাহলে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমরা আপনার সাহায্যের জন্য সদা প্রস্তুত।

 

ছবিটি আরো একবার ভালো করে দেখুন। ছবিটি ঠিক তলায় একটি কলাকে পেঁচিয়ে জড়িয়ে ধরে রয়েছে সাপটি (Snack)। এবার নিশ্চয়ই খুঁজে পেয়েছেন আপনি। না পেলে আপনাকে একটি লাল কালি দিয়ে মার্ক করে দিলাম আমরা। আপনাকে এও বলে দিই সাপটির রং একটু গাড় হলুদ রংয়ের।

আরো পড়ুন: একসময় প্রাণের চেয়েও প্রিয় ছিল রণবীর সিংহ, কিন্তু কেন প্রেম করতে পারেননি মনের কথা শোনালেন অনুষ্কা শর্মা

Optical illusion

আপনি নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন কোথায় রয়েছে সেই সরীসৃপটি। তাহলে আর দেরি না করে এখনই এই খেলাটি আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং যারা বাড়িতে বসে বসে কি করবেন বুঝে উঠতে পারছেন না তাদের সঙ্গে মেতে উঠুন খেলায়। খেলাটি খেলে শুধুমাত্র বুদ্ধির বিকাশ হবে তাই নয় আপনার সঙ্গে আপনার বন্ধুদের একটি ভালো সম্পর্ক তৈরি হবে।