অনেক রকম অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion) আপনাদের কাছে নিয়ে এসেছি যার ফলে এতদিনে হয়তো আপনার দৃষ্টি শক্তি এবং বুদ্ধি দুটোরই উন্নতি ঘটেছে। কিন্তু আজ এমন একটি অপটিকাল ইল্যুশন (Optical illusion) আপনাদের কাছে নিয়ে এসেছি, যা দেখে আপনাকে এক মুহূর্ত থমকে যেতে হবে।
মাত্র কয়েক সেকেন্ড অনেক দূর কি বাত, কয়েক মিনিট পেরিয়ে গেলেও হয়তো আপনি এই চোখের ধাঁধা সমাধান করতে পারবেন না। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কি এমন ছবি যা আপনি কিছুতেই সমাধান করতে পারবেন না? তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ছবিটি।
আরো পড়ুন:হাজার হাজার বিন্দুর মধ্যে খুঁজে বের করুন পছন্দের মানুষটিকে!খুঁজে পেলেই আপনি জিনিয়াস
ছবিতে দেখা যাচ্ছে একটি নদীর ধারে একটি গাছের তলায় অনেকগুলি হাঁস খেলা করছে। এত সুন্দর একটি ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি হিংস্র বাঘ। বাঘটি হাঁসগুলির খুব কাছাকাছি চলে এসেছে এবং যে কোনো সময় হাঁসগুলির উপর আক্রমণ করতে পারে বাঘটি।
মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যদি বাঘ খুঁজে বের করতে পারেন আপনি তাহলে হাঁসগুলিকে বাঁচাতে পারবেন আপনি। তাহলে চলুন দেখা যাক আপনি এই হাঁসগুলিকে বাঁচাতে সক্ষম কিনা। তাড়াতাড়ি খুঁজুন। হাঁসগুলোর আশেপাশে কিন্তু লুকিয়ে রয়েছে শিকারি।
আরো পড়ুন:যদি Tollywood এ বানানো হয় আদিপুরুষ তাহলে কেমন হবে তার কাস্টিং? দেখুন বিস্তারিত
এখনো খুঁজে পাননি? তাহলে আর দেরি করে লাভ নেই আমরাই বলে দি কোথায় লুকিয়ে রয়েছে বাঘ? ভালো করে গাছটি লক্ষ্য করুন। গাছে যে অংশে সূর্যের আলো পড়েছে সেটিকে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন ওই আলো একটি বাঘের অবয়ব তৈরি করেছে।
বাঘটির মুখ নিচের দিকে অর্থাৎ মনে হচ্ছে যেন হাঁসগুলিকে শিকার করতে এগিয়ে আসছে সে। আপনি যদি বাঘটি খুঁজে বের করতে সক্ষম হন তাহলে আপনাকে অভিনন্দন কিন্তু যদি ব্যর্থ হন তাহলে অপেক্ষা করুন পরবর্তী ধাঁধার জন্য এবং এটিকে সবার সঙ্গে শেয়ার করে খেলায় মেতে উঠুন।