সারদা কাণ্ডের পর এখন মানুষ ব্যাংক এবং পোস্ট অফিস ছাড়া আর কোথাও নিজের কষ্টের অর্থ সঞ্চিত করতে চান না। এমত অবস্থায় ব্যাংকের থেকেও সব থেকে বেশি মানুষ ভরসা করে পোস্ট অফিসের উপর কারণ পোস্ট অফিসের(Post Office) বিভিন্ন স্কিম, যেখানে আপনি লাভজনক সুদের অফার পাবেন।
স্বাভাবিকভাবেই একে নিরাপদ,তার ওপর নিশ্চিত রিটার্নের সুযোগ তাই মানুষের প্রথম পছন্দ পোস্ট অফিস। আজ এমনই একটি স্কিমের কথা আপনাদের বলব। এই স্কিমের নাম হলো রেকারিং ডিপোজিট বা আরডি (RD)। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের কথা আপনি নিশ্চয়ই জেনে থাকবেন কিন্তু এটি একটি বিশেষ আরডি যেখানে আপনি ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন।
আরো পড়ুন: অর্চনা পায়েল থেকে সানা, এই বলিউড অভিনেত্রীরা যারা বি গ্ৰেড সিনেমা দিয়ে শুরু করেছিলেন নিজেদের অভিনয় ক্যারিয়ার
আগে রেকারিং ডিপোজিটের সুদের হার ছিল ৬.২%, যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৬.৫ শতাংশ। তবে আপনি যে পরিমাণ অর্থ দিয়ে আরডি খুলবেন, মেয়াদপুর্তি পর্যন্ত সেই একই অর্থ বজায় রাখতে হবে আপনাকে। এবার চলুন হিসেবটা বুঝিয়ে দেওয়া যাক। ধরুন প্রতি মাসে একজন রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে ২০০০ টাকা করে জমা করছেন, প্রতিদিনের হিসেব করলে এই বিনিয়োগ হবে ৬৬ টাকার কাছাকাছি। এক বছরে এই বিনিয়োগ হবে ২৪ হাজার টাকা।
পাঁচ বছরের মেয়াদে তাহলে আপনি ১ লক্ষ ২০ হাজার টাকা জমা করছেন বিনিয়োগ হিসেবে। অতিরিক্ত সুদ হিসেবে যোগ হবে ২১৯৮৩ টাকা। মেয়াদ পূর্তিতে প্রাপ্ত অর্থের পরিমাণ দাঁড়াবে ১৪১৯৮৩ টাকা। এছাড়া আপনি যদি মাসে ৩০০০ টাকা করে বিনিয়োগ করেন সেক্ষেত্রে মেয়াদ শেষে আপনি পাবেন ২১২৯৭১ টাকা। ৩০০০ টাকা করে মাসিক বিনিয়োগের অর্থ হলো দিনে ১০০ টাকা করে বিনিয়োগ। বছরে শেষে জমবে ৩৬ হাজার টাকা এবং পাঁচ বছরের শেষে জমবে মোট ১৮০০০০ টাকা। এর সঙ্গে অতিরিক্ত সুযোগ হবে ৩২৯৭১ টাকা।
আরো পড়ুন: মাত্র ৫০০০ টাকা লাগিয়ে শুরু করেছিলেন ব্যবসা, আজ দাঁড় করিয়েছেন ১০,৭৫০ কোটি টাকার কোম্পানি
আপনার বিনিয়োগ যত বাড়বে আপনার প্রাপ্ত অর্থের পরিমাণ ততই বাড়বে। পাঁচ বছরে শেষে আপনি একটি ভালো অর্থ পাবেন হাতে, তাই আর দেরি না করে এখনই পোস্ট অফিসে বিনিয়োগ করুন এবং আপনার অর্থ সুরক্ষিত রাখুন।