তাকে সকলে চেনে ড্রামা কুইন (Drama Queen) হিসেবে, কাজের ক্ষেত্রে ততটা সাফল্য না অর্জন করতে পারলেও ব্যক্তিগত জীবনে বারবার বিতর্কের ফলে খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছেন তিনি। তিনি হলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। আজ রাখির জীবনের এমন একটি ঘটনা আপনাকে বলব যা হয়তো এতদিন আপনি জানতেন না।
একসময় বলিউডে(Bollywood)নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বহু সংগ্রামের সম্মুখীন হতে হয়েছিল রাখি সাওয়ান্তকে। তেমন কোন চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ না পেলেও রাখির জীবন ছিল আস্ত একটি চলচ্চিত্রের মত। ১৯৭৮ সালের ২৫ নভেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন রাখি। মা ছিলেন একজন পরিচারিকা এবং বাবা পুলিশ কনস্টেবল।
ছোটবেলা থেকেই ভীষণ রক্ষণশীল পরিবারে বড় হয়েছিলেন তিনি তাই রাখির স্বপ্ন সকলের কাছে লেগেছিল অলীক স্বপ্নের মত। ছোটবেলা থেকেই রাখি নাচ করতে ভীষণ ভালোবাসতেন এবং তার স্বপ্ন ছিল গ্ল্যামার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা। সমাজ এবং পরিবারের তোয়াক্কা না করে তাই বাড়ির ইচ্ছার বিরুদ্ধেই তিনি এক প্রকার জোর করে চলে এসেছিলেন মুম্বাইতে।
আরো পড়ুন: Jio-র রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে Airtel! এই লড়াইতে আম্বানিকে পেছনে ফেললেন সুনীল ভারতী মিত্তাল
স্বপ্ন দেখবো বললেই তো হয় স্বপ্ন পূরণ হয়ে যায় না। বাড়ির ইচ্ছার বিরুদ্ধে বেরিয়ে এসেছিলেন ঠিকই কিন্তু প্রতিষ্ঠিত হতে লেগেছিল অনেক বছর। মাঝের এই কটা বছর বহু কষ্টে দিন কেটেছিল রাখি। নিজের রোজগারের জন্য মুকেশ আম্বানির (Mukesh Ambani) ভাই অনিল আম্বানি এবং টিনা মুনিবের বিয়েতে এই মাত্র ৫০ টাকার বিনিময়ে খাবার পরিবেশনও করেছিলেন রাখি।
বলিউডে বেশ কয়েক বছর স্ট্রাগল করার পর অবশেষে আস্তে আস্তে আইটেম গানে তাড়াতাড়ি নাচ করার সুযোগ পান তিনি। রাতারাতি হয়ে যান আইটেম গার্ল। কিন্তু আসল পরিচিতি তিনি পেয়েছিলেন শাহরুখ খান অভিনীত “ম্যায় হু না” সিনেমাতে অভিনয় করে। এরপর বেশ কয়েকটি সিনেমাতে পার্শচরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন রাখি।
আরো পড়ুন: জ্যোতিষ শাস্ত্র মতে সর্বদা এই দিকে মুখ করে স্নান করলে হু হু করে আসবে টাকা, দূর হবে নেতিবাচক শক্তি!
ব্যক্তিগত জীবনে মিকা সিং-কে চুমু খাওয়া হোক অথবা ন্যাশনাল টেলিভিশনে স্বয়ংবর সভা তৈরি করা, রাখি মানেই চর্চা এবং রাখি মানেই বিতর্ক। সম্প্রতি অন্য ধর্ম অবলম্বন করে বিয়ে করে আবার সেই বিতর্কের শিরোনামে উঠে এসেছেন রাখি কিন্তু এত কিছুর মধ্যেও রাখির লড়ে যাওয়ার ক্ষমতাকে নিঃসন্দেহে সেলাম জানাতেই হয়।